কলেজ ভর্তি ফি’তে চার্জ ফ্রি!
মেয়াদ: ৩১ জানুয়ারী ২০২৩ পর্যন্ত
_1671087956657.webp)
একাদশ শ্রেণি কিংবা ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমের ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশ করুন, কোনো চার্জ ছাড়াই!
১। একাদশ শ্রেণির ভর্তি আবেদন
এখন বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ থেকে একাদশ শ্রেণির ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন ফি জমা দিন নিশ্চিন্তে। আর চার্জের টাকা ফেরত পেয়ে যান ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হিসেবে!
অফারের মেয়াদ
৮ ডিসেম্বর ২০২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত
অফারের বিস্তারিত
- কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ আইকনে গিয়ে ‘XI Class Admission’ সিলেক্ট করে একাদশ শ্রেণির ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন চার্জের সমপরিমাণ ৩ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
- ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন মিলিয়ে সর্বোচ্চ ১০টি লেনদেনের ক্ষেত্রে গ্রাহক অফারটি উপভোগ করতে পারবেন।
একাদশ শ্রেণির ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন ফি যেভাবে বিকাশ করবেনঃ
ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটঃ http://xiclassadmission.gov.bd/
ক্যাম্পেইনের শর্তাবলি
- সচল একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন।
- ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক অফারটি পাবেননা।
- গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ১ মাসের মধ্যে ৩ বার ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেননা।
- ক্যাশব্যাক পেতে ক্যাম্পেইন চলাকালে গ্রাহককে তার বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে।
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে গ্রাহকের দাবি ও সত্যতা যাচাই করে বিষয়টি পর্যালোচনা করবে বিকাশ।
২। কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমের ভর্তি আবেদন
এখন বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ থেকে ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাক্রমের ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন ফি জমা দিন কোনো চার্জ ছাড়াই!
ডিপ্লোমা ও কারিগরি পর্যায়ে শিক্ষাক্রমের ভর্তি আবেদন ও রেজিস্ট্রেশন ফি যেভাবে বিকাশ করবেনঃ
ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটঃ http://btebadmission.gov.bd/website/
সর্বশেষ ক্যাম্পেইনসমূহ
বিস্তারিত জানুন
নতুন বছরের দারুণ অফার!
_1672740653371.webp)
ননস্টপ ক্যাশব্যাক
