স্বাস্থ্য সুরক্ষায় অফার
মেয়াদ: ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত

প্রো-অ্যাকটিভ হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষায় ডিসকাউন্ট অফার
বিকাশ পেমেন্টে প্রো-অ্যাকটিভ হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে থাকুন নির্ভাবনায়। প্রো-অ্যাকটিভ হাসপাতালে বিকাশ পেমেন্টে স্পেশাল হেলথ চেকআপ প্যাকেজ।
অফারের মেয়াদ
১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত
অফারের বিস্তারিত
- প্রো-অ্যাকটিভ হাসপাতালে বিকাশ পেমেন্টে স্পেশাল হেলথ চেকআপ প্যাকেজ নিয়ে থাকুন নিশ্চিন্তে।
- অফারটি ভ্যাকসিন, প্যাথলজি টেস্ট ও হোম স্যাম্পল কালেকশন সার্ভিসের উপর প্রযোজ্য।
- অফারটি যেকোনো বিকাশ গ্রাহক উপভোগ করতে পারবেন।
- গ্রাহকেরা নিম্নলিখিত সার্ভিসের উপর ডিসকাউন্ট পাবেন।
অফার |
অফারের মেয়াদ |
• ভ্যাকসিনের মূল্যের উপর ৫% ডিসকাউন্ট |
১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত |
• যেকোনো প্যাথলজি টেস্টের উপর ১০% ডিসকাউন্ট |
১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত |
• হোম স্যাম্পল কালেকশনে ১০০ টাকা ডিসকাউন্ট |
১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত |
শর্তাবলি
- গ্রাহকেরা বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে সফল পেমেন্টের ক্ষেত্রে অফারটি উপভোগ করতে পারবেন।
- সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন।
- ডিসকাউন্ট অফার উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে।
- ডিসকাউন্ট অফার পেতে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে।
- বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের অফার সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয়, তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের অফার লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
- যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে গ্রাহকের দাবি ও সত্যতা যাচাই করে বিষয়টি পর্যালোচনা করবে বিকাশ।
সাধারণ জিজ্ঞাসা
১. অফারের মেয়াদ কত দিন?
- অফারটি ১ আগস্ট ২০২৪, ০০:০০:০০ থেকে ৩১ জুলাই ২০২৫, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে।
২. ডিসকাউন্টের পরিমাণ (%) কত?
- গ্রাহকেরা প্রো-অ্যাকটিভ হাসপাতালে নির্দিষ্ট স্বাস্থ্যসেবা নিয়ে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ৫০% পর্যন্ত ডিসকাউন্ট।
অফার |
অফারের মেয়াদ |
• ভ্যাকসিনের মূল্যের উপর ৫% ডিসকাউন্ট |
১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত |
• যেকোনো প্যাথলজি টেস্টের উপর ১০% ডিসকাউন্ট |
১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত |
• হোম স্যাম্পল কালেকশনে ১০০ টাকা ডিসকাউন্ট |
১ আগস্ট ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত |
৩. ডিসকাউন্ট পেতে গ্রাহককে কোন কোন মাধ্যমে লেনদেন করতে হবে?
- গ্রাহকেরা বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে সফল পেমেন্টের ক্ষেত্রে অফারটি উপভোগ করতে পারবেন।
৪. ডিসকাউন্ট পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?
- হ্যাঁ, ডিসকাউন্ট উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে।
৫. গ্রাহকের ডিসকাউন্ট পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কী? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?
- অফারের শর্তাবলি অনুযায়ী গ্রাহককে শুধুমাত্র ডিসকাউন্ট পরবর্তী মূল্য বিকাশ পেমেন্ট করতে হবে। অজানা যেকোনো কারণে অফার পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected]এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।