কুইজ খেলুন, ল্যাপটপ জিতুন

মেয়াদ: ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত

কুইজ খেলুন, ল্যাপটপ জিতুন
Quizee অ্যাপে বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিয়ে Quiz Mania Mega Tournament খেললেই MSI Modern 15 ল্যাপটপসহ দারুণ পুরস্কার

বিকাশ পেমেন্টে Quizee অ্যাপে Quiz Mania Mega Tournament খেলে জিতুন পুরস্কার! 

ঈদ মানেই খুশি, আর এই ঈদে Quizee অ্যাপ খেলুন Quiz Mania Mega টুর্নামেন্ট। Quizee অ্যাপে বিকাশ পেমেন্টে সাবস্ক্রিপশন নিয়ে Quiz Mania Mega টুর্নামেন্ট খেলে টপ স্কোরার হয়ে পেয়ে যান MSI Modern 15 ল্যাপটপসহ এক্সাইটিং সব পুরস্কার! 

 

অফারের মেয়াদ

১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

 

টুর্নামেন্টে অংশগ্রহনের নিয়মাবলি:

• সাবস্ক্রাইবড ইউজারদের Quizee অ্যাপে Quiz Mania টুর্নামেন্ট সিলেক্ট করে টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হবে।

  • প্রতি টপিকে প্রত্যেক ইউজারকে মোট ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি সঠিক প্রশ্নের উত্তরের জন্য ইউজাররা ৫ পয়েন্ট করে পাবেন।
  • ৪০টি প্রশ্নের জন্য সর্বমোট ৫ মিনিট সময় নির্ধারিত থাকবে।
  • একজন ইউজার সর্বাধিক ২ বার খেলার সুযোগ পাবেন।
  • সবচেয়ে কম সময়ে সর্বাধিক পয়েন্ট অর্জনকারীর ক্রম অনুসারে বিজয়ীদের তালিকা নির্ধারণ করা হবে।
  • মাসিক ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে।
  • ন্যূনতম ৮০ পয়েন্ট পেলে একজন ইউজার পুরস্কারের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। ৮০ পয়েন্টের নিচে পয়েন্ট পেয়ে বিজয়ী তালিকায় স্থান করে নিলেও সে পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবে না।
  • বিজয়ী ঘোষণা করার ৪ সপ্তাহের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
  • টুর্নামেন্টের প্রথম ১৫ জনকে পুরস্কার দেওয়া হবে।
  • টুর্নামেন্ট ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।
  • পুরস্কার গ্রহণের জন্য বিজয়ীদের NID এর কপি প্রদান করে পুরস্কার গ্রহণ করতে হবে।
  • টুর্নামেন্ট বিজয়ী হওয়ার জন্য টুর্নামেন্ট চলাকালীন সময়ে একজন অংশগ্রহণকারী Quizee থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন না। অন্যথায় সর্বোচ্চ স্কোর থাকলেও অযোগ্য হিসেবে বিবেচিত হবে এবং কোনো পুরস্কার প্রদান করা হবে না।


শর্তাবলী:

  • টুর্নামেন্ট অংশগ্রহণ করার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন করতে হবে।
  • গ্রাহক সাবস্ক্রিপশন করেছেন, কিন্তু পেমেন্ট সফল হয়নি, সেক্ষেত্রে গ্রাহক টুর্নামেন্ট খেলতে পারবেন না।
  • টুর্নামেন্ট যতবার খেলার সুযোগ থাকবে, ততবারই খেলতে পারবেন।
  • টুর্নামেন্ট সম্পূর্ণ শেষ না করে বের হয়ে গেলে, পুনরায় খেলার সুযোগ পাওয়া যাবে না।
  • ক্যাম্পেইন শেষে বিজয়ী ঘোষণার ৪ সপ্তাহের মধ্যে যথাযথভাবে পুরস্কার প্রদান করা হবে।
  • আপনার বিকাশ নম্বর এবং রেজিস্টার্ড নম্বর একই হতে হবে। একটি নম্বর থেকে একাধিক পুরস্কার দেওয়া হবে না।

 

পুরস্কারের বিস্তারিত 

পুরস্কারের ধাপ

পুরস্কার

সর্বমোট পুরস্কারের মূল্য 

১ম পুরস্কার

MSI Modern 15 Laptop

৫৬,৫০০ টাকা

২য় পুরস্কার

Redmi Note 13 Pro

২৭,০০০ টাকা

৩য় পুরস্কার

Oraimo Rover Speaker

৪,০০০ টাকা

৪র্থ পুরস্কার

Boat Wave Lite Smart Watch

২,৫০০ টাকা

৫ম পুরস্কার

BLACK SHARK LUCIFER T7 

২,৩০০ টাকা 

৬ষ্ঠ পুরস্কার

২,৩০০ টাকা 

২,৩০০ টাকা 

৭ম পুরস্কার

১,৫০০ টাকা

১,৫০০ টাকা

৮ম পুরস্কার

১,০০০ টাকা

১,০০০ টাকা

৯ম-১৫ম পুরস্কার 

৫০০ টাকা

৩,৫০০ টাকা

 

সাধারণ জিজ্ঞাসা
১। গ্রাহক টুর্নামেন্টে কিভাবে অংশগ্রহণ করব?

  • বিকাশ পেমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করে, Quizee অ্যাপে টুর্নামেন্ট অংশগ্রহণ করতে হবে।

২। Quizee অ্যাপটি কোথায় পাবো?

৩। টুর্নামেন্টে মোট কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে?

  • টুর্নামেন্টে মোট ৪০টি প্রশ্ন থাকবে।

৪। প্রতিটি সঠিক উত্তরের জন্য গ্রাহক কত পয়েন্ট পাবো?

  • প্রতিটি সঠিক উত্তরের জন্য ৫ পয়েন্ট পাবেন।

৫। টুর্নামেন্ট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গ্রাহক কত মিনিট সময় দেওয়া হবে?

  • ৪০টি প্রশ্নের জন্য সর্বমোট ৫ মিনিট সময় নির্ধারিত থাকবে।

৬। বিকাশ মেগা টুর্নামেন্টে একজন গ্রাহক কতবার অংশগ্রহণ করতে পারবেন?

  • একজন গ্রাহক সর্বাধিক ২ বার খেলার সুযোগ পাবেন।

৭। বিজয়ী কিভাবে নির্ধারণ করা হবে?

  • সবচেয়ে কম সময়ে সর্বাধিক পয়েন্ট অর্জনকারীর ক্রমানুসারে বিজয়ীদের তালিকা নির্ধারণ করা হবে।

৮। কতজন বিজয়ী পুরস্কার পাবেন?

  • টুর্নামেন্টের প্রথম ১৫ জনকে পুরস্কার দেওয়া হবে।

৯। বিজয়ী ঘোষণা করার কত দিনের মধ্যে পুরস্কার প্রদান করা হবে?

  • বিজয়ী ঘোষণার ৪ সপ্তাহের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

১০। পুরস্কার কীভাবে গ্রহণ করতে হবে?

  • পুরস্কার গ্রহণের জন্য বিজয়ীদের NID-এর কপি প্রদান করে পুরস্কার গ্রহণ করতে হবে।

১১ ক্যাম্পেইন কতদিন ধরে চলবে?

  • ক্যাম্পেইন ১ মার্চ থেকে ৩০ এপ্রিল২০২৫ পর্যন্ত চলবে।

১২। মেগা কুইজ চলাকালীন অ্যাপের অন্যান্য টুর্নামেন্ট অংশগ্রহণ করা যাবে?

  • অবশ্যই, সাবস্ক্রিপশন থাকলে গ্রাহক সকল টুর্নামেন্ট খেলতে পারবেন এবং সর্বোচ্চ স্কোর করে লিডারবোর্ডের শীর্ষস্থান থেকে আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন।

 

১৩। পুরস্কার গ্রহণের জন্য রেজিস্টার্ড নম্বর এবং বিকাশ নম্বর কি একই হতে হবে?

  • হ্যাঁ, গ্রাহকের রেজিস্টার্ড নম্বর যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট না হয়, তাহলে গ্রাহক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন না।

 

১৪। লিডারবোর্ডে সর্বোচ্চ স্কোরকারীদের কি পুনরায় খেলতে হবে?

  • গ্রাহক স্কোর আপডেট করার জন্য একবার খেলতে পারবেন এবং সর্বোচ্চ স্কোর লিডারবোর্ডে থাকবে।
সার্ভিসেস
হেল্প