বিকাশ রেমিটেন্সে ঈদ আনন্দ ঘরে ঘরে

রেমিটেন্স

অফারের মেয়াদ:

১৮ মে ২০২৫, ০০:০০ ঘণ্টা - ০৫ জুন ২০২৫, ২৩:৫৯:৫৯ ঘণ্টা পর্যন্ত

 

ক্যাম্পেইনের বিস্তারিত:

  • শুধু বিকাশ একাউন্টে রেমিটেন্স গ্রহণে ক্যাম্পেইনের জন্য বিবেচিত হবেন
  • প্রতিদিন সর্বোচ্চ অ্যামাউন্টের রেমিটেন্স গ্রহণকারী পাবেন হাইসেন্স ডিপ ফ্রিজ 
  • প্রতিদিন দ্বিতীয় সর্বোচ্চ অ্যামাউন্টের রেমিটেন্স গ্রহণকারী পাবেন হাইসেন্স ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি
  • ১০,০০০ টাকা বা তার বেশি সকল রেমিটেন্স গ্রহণকারীরা পাবেন নিশ্চিত ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন
  • ৩,০০০ টাকা বা বেশি বিকাশ পেমেন্টে নিশ্চিত ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন রিডিম করতে পারবেন
  • ৫০০ টাকার ডিসকাউন্ট কুপনের মেয়াদ থাকবে কুপন পাওয়ার ৩০ দিন পর্যন্ত
  • সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স গ্রহণে ক্যাম্পেইনের জন্য বিবেচিত হবেন
  • একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই ডিপ ফ্রিজ/টিভি পেতে পারবেন
  • একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই নিশ্চিত ডিসকাউন্ট কুপন পেতে পারবেন

 

উপহারের বিস্তারিত:

প্রতিদিন ২ জন বিজয়ী এবং ক্যাম্পেইনজুড়ে মোট ৫২ জন বিজয়ী।

১ম উপহার: হাইসেন্স ডিপ ফ্রিজ

২য় উপহার: হাইসেন্স ৪৩ ইঞ্চি টিভি

 

দৈনিক নিশ্চিত ডিসকাউন্ট কুপন যে দোকানে উপভোগ করা যাবে: লিস্ট

 

বিদেশ থেকে বিকাশ-এ কেন টাকা গ্রহণ করবেন?

  • ঘরে বসেই বিদেশ থেকে বিকাশ-এ টাকা গ্রহণ করতে পারবেন
  • বিকাশ একাউন্টে যতখুশি তত টাকা রেমিটেন্স গ্রহণ করতে পারবেন
  • সাথে পাবেন হাজারে ২৫ টাকা সরকারি বোনাস
  • রেমিটেন্স ক্যাশ আউট হাজারে মাত্র ৭ টাকায় নির্ধারিত এটিএম থেকে

বিকাশ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন:   

 

যোগ্যতা ও শর্তাবলি:

  • 'বিকাশ রেমিটেন্সে ঈদ আনন্দ ঘরে ঘরে' ক্যাম্পেইনটি ১৮ মে, ২০২৫ (০০:০০ ঘণ্টা) থেকে ৫ জুন, ২০২৫ (২৩:৫৯:৫৯ ঘণ্টা) পর্যন্ত চলবে।
  • ক্যাম্পেইনের জন্য যোগ্য হতে হলে, বিকাশ গ্রাহককে ক্যাম্পেইন চলাকালে যেকোনো বিকাশ রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে একক লেনদেনে কমপক্ষে ১০,০০০ টাকা (২.৫% সরকারি প্রণোদনা ব্যতীত) রেমিটেন্স গ্রহণ করতে হবে।
  • প্রতিটি যোগ্য বিকাশ গ্রাহক ৫০০ টাকার একটি ডিসকাউন্ট কুপন পাবেন, যা কুপনের মেয়াদ থাকাকালে নির্ধারিত মার্চেন্ট আউটলেটে ন্যূনতম ৩,০০০ টাকা পেমেন্টে ব্যবহার করতে পারবেন।
  • ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন, সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের উপর ভিত্তি করে শীর্ষ দুই বিকাশ গ্রাহক নিম্নলিখিত পুরস্কারের জন্য যোগ্য হবেন:
       প্রথম পুরস্কার: হাইসেন্স ডিপ ফ্রিজ
       দ্বিতীয় পুরস্কার: হাইসেন্স ৪৩ ইঞ্চি টিভি
  • ডিসকাউন্ট কুপনগুলো উল্লিখিত কুপনের মেয়াদের মধ্যে ব্যবহার করতে হবে।
  • ক্যাম্পেইন চলাকালে শুধু একবারই ১মবা ২য় পুরস্কার পাওয়ার যোগ্য হবেন।
  • ক্যাম্পেইন চলাকালে বিকাশ গ্রাহক দৈনিক ডিসকাউন্ট কুপন এবং প্রথম/দ্বিতীয় পুরস্কার উভয়ই জিততে পারবেন।
  • একজন বিকাশ গ্রাহক ক্যাম্পেইন চলাকালে শুধু একবারই দৈনিক ডিসকাউন্ট কুপন পাওয়ার যোগ্য হবেন।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে, বিকাশ গ্রাহক এই ক্যাম্পেইনের শর্তাবলি নিঃশর্তভাবে মেনে নিয়েছেন বলে গণ্য হবেন।
  • বিকাশ গ্রাহকের জন্য কুপনের পরিবর্তে সমপরিমাণ ক্যাশ গ্রহণ করা প্রযোজ্য নয়।
  • ১ম অথবা ২য় পুরস্কার গ্রহণের জন্য, বিকাশ গ্রাহককে বিকাশ কর্তৃক নির্ধারিত সময় এবং দিনে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। পুরস্কার গ্রহণের জন্য সশরীরে উপস্থিত থাকতে না পারলে গ্রাহক বিজয়ী হিসেবে অযোগ্য বিবেচিত হবেন এবং পরবর্তীতে তিনি পুরস্কার দাবি করতে পারবেন না।
  • যদি ১ম অথবা ২য় পুরস্কারপ্রাপ্ত গ্রাহক বিকাশ কর্তৃক নির্দিষ্ট তারিখ এবং সময়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারেন, তাহলে তিনি এই বিষয়ে কোনো সুবিধা বা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।
  • যদি ১ম অথবা ২য় পুরস্কার বিজয়ী গ্রাহক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান, তাহলে তা অপরিবর্তনীয় বলে বিবেচিত হবে এবং পরবর্তীতে তিনি পুরস্কার দাবি করতে পারবেন না।
  • ১ম অথবা ২য় পুরস্কার বিজয়ী গ্রাহক পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগদানের সাথে সম্পর্কিত সকল খরচ বহন করবেন এবং বিকাশ কোনো পরিবহন ব্যবস্থা বা এসম্পর্কিত অন্য কোনো সহায়তা প্রদানের জন্য দায়ী থাকবে না।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য বিকাশ গ্রাহকের বয়স ১৮ (আঠারো) বছর পূর্ণ হতে হবে এবং বাংলাদেশে বসবাসরত হতে হবে।
  • ১ম এবং ২য় পুরস্কার বিজয়ী বিকাশ গ্রাহক বিকাশ লিমিটেডের কর্মকর্তা হতে পারবেন না।
  • ১ম এবং ২য় পুরস্কার বিজয়ীর সাথে তাদের বিকাশ একাউন্টের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে এবং যদি তার সাথে যোগাযোগ করা সম্ভব না হয়, তাহলে সেই নাম্বারেআরো তিনটি কল করা হবে। যদি বিজয়ী কল গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে বিজয়ীকে অযোগ্য ঘোষণা করা হবে এবং পরবর্তী বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
  • ১ম ও ২য় বিজয়ীদের ডিপ ফ্রিজ ও টিভি পুরস্কার সমমূল্যের কুপন আকারে দেয়া হবে এবং সংশ্লিষ্ট বিকাশ একাউন্টে কুপন স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
  • ১ম এবং ২য় পুরস্কারের কুপনগুলো শুধু এই লিংকে প্রদত্ত মার্চেন্ট আউটলেটের তালিকায় ব্যবহার করা যাবে।
  • যোগ্য বিকাশ গ্রাহকের বিকাশ একাউন্টটি সক্রিয় অবস্থায় থাকতে হবে। বিকাশ গ্রাহকের বিকাশ একাউন্ট স্ট্যাটাসে কোনো সমস্যার কারণে যদি কুপন বিতরণ সফল না হয়, তাহলে কুপনটি বাতিল করা হবে এবং বিকাশ গ্রাহকের কুপনের পরিমাণের উপর কোনো দাবি থাকবে না।
  • যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি থেকে উদ্ভূত কোনো সমস্যার জন্য বিকাশ দায়ী থাকবেনা। কোনো অবস্থাতেই প্রচারণার ফলে উদ্ভূত সম্ভাব্য ক্ষতি বা প্রতিকূল পরিস্থিতির জন্য বিকাশ দায়ী থাকবেনা।
  • এই ক্যাম্পেইনের আওতায় কুপন ব্যবহার করে কেনা কোনো পণ্যের জন্য বিকাশ দায়ী থাকবে না। কুপন ব্যবহার করে কেনা কোনো পণ্যের সাথে সম্পর্কিত যেকোনো সমস্যার জন্য, গ্রাহকদের সংশ্লিষ্ট মার্চেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
  • বিকাশ গ্রাহক কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্য কোনো মাধ্যমে বিকাশ-এর বিরুদ্ধে কোনো নেতিবাচক মন্তব্য বা অভিযোগ করা থেকে বিরত থাকতে সম্মত হচ্ছেন।
  • বিজয়ী বিকাশ গ্রাহককে পুরস্কার বুঝে নেয়ার জন্য অবশ্যই তার একাউন্ট নাম্বার এবং যেই পরিচয়পত্র দিয়ে বিকাশ একাউন্টটি খোলা হয়েছে সেটি বিকাশ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। গ্রাহকের একাউন্টের তথ্য বিকাশ কেওয়াইসি ফর্মে প্রদানকৃত তথ্যের সাথে না মিললে উক্ত গ্রাহক পুরস্কার গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেননা।
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে বিজয়ীরা সম্মতি দিচ্ছেন যে, বিকাশ কর্তৃক প্রয়োজন অনুযায়ী, পুরস্কার জেতা বা অংশগ্রহণের ক্ষেত্রে সকল প্রচারমূলক কার্যক্রমে (যেমন প্রচারণা, আলোকচিত্র ইত্যাদি) অংশগ্রহণ করতে সম্মত হচ্ছেন। বিজয়ীদের কোন আপত্তি থাকবে না যদি তাদের নাম, ছবি এবং/অথবা কণ্ঠস্বর এই ক্যাম্পেইনের প্রচারমূলক কার্যক্রমে ব্যবহার করা হয় অথবা বিকাশ যেভাবে উপযুক্ত মনে করে সেভাবে ব্যবহার করা হয়। বিজয়ীরা বিকাশ থেকে কোন পারিশ্রমিক/সম্মাননা ছাড়াই প্রয়োজনে ছবি, ভিডিও এবং/অথবা রেকর্ডিং সহ অথবা যেকোনো মাধ্যমে সীমাহীন সময়ের জন্য অংশগ্রহণ করতে সম্মত হচ্ছেন।
  • যদি বিকাশ গ্রাহকের বিকাশ একাউন্ট স্ট্যাটাস সমস্যা ব্যতীত অন্য কোনো কারণে কুপন বিতরণ সফল না হয়, তাহলে ক্যাম্পেইনের সময়কালের পরে বিকাশ ২ (দুই) মাসের মধ্যে আরো ৩ (তিন) বার কুপন বিতরণ করার চেষ্টা করবে। যদি সমস্যাটি পরবর্তীতে থাকে, তাহলে বিকাশ সমস্যাটি সমাধানের জন্য বিকাশ গ্রাহকের সাথে যোগাযোগ করবে (যদি সমস্যাটি বিকাশ গ্রাহকের পক্ষ থেকে হয়) এবং আবার কুপন বিতরণের চেষ্টা করবে। যদি সমস্যাটি অব্যাহত থাকে এবং বিকাশ গ্রাহক সমস্যাটি সমাধানের জন্য কোনো প্রয়োজনীয় পদক্ষেপ না নেন এবং চেষ্টা করার পরেও কুপন বিতরণ করা না যায়, তাহলে ৩০ দিন পরে, কুপন বাতিল করা হবে এবং বিকাশ গ্রাহকের কুপনের পরিমাণের উপর কোনো দাবি থাকবে না।
  • যদি ভুলবশত বা/এবং কোনো ভুল হিসাবের কারণে বিকাশ গ্রাহকের কাছে কুপন জমা হয়ে যায়, তাহলে বিকাশ তা ফেরত নেওয়ার অধিকার সংরক্ষণ করে। এধরনের পরিস্থিতিতে, বিকাশ গ্রাহকের কোনো আপত্তি থাকবেনা।
  • বিকাশ গ্রাহকের কোনো আচরণ যদি যুক্তিসঙ্গত সন্দেহ তৈরি করে যে শর্তাবলি লঙ্ঘন করা হয়েছে, বিকাশ গ্রাহক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার করেছেন অথবা বিকাশ গ্রাহক কর্তৃক অবৈধ কার্যকলাপ পরিচালিত হয়েছে, তাহলে বিকাশ কুপন বাতিল/প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে।
  • বিকাশ যেকোনো সময়, কোনো পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন করার অথবা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • প্রথমএবং দ্বিতীয় পুরস্কার বিজয়ীরসাথে প্রাথমিক যোগাযোগ বিকাশ-এর ১৬২৪৭ নাম্বার থেকে করা হবে। বিজয়ীদের নাম বিকাশ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা করা হবে।
  • গ্রাহকের সাথে যোগাযোগের জন্য বিকাশ শুধুমাত্র ১৬২৪৭ থেকে কল করে। ক্যাম্পেইনের বিজয়ী সংক্রান্ত বিষয়ে অন্য যেকোনো নাম্বার থেকে কল করে বা মেসেজ দিয়ে যদি কোনো লেনদেন করা, তথ্য দেয়া বা অন্য যেকোনো নির্দেশনা দেয়া হয়, অনুগ্রহ করে তা থেকে বিরত থাকেন। অন্যথায় গ্রাহক প্রতারিত বা ক্ষতির সম্মুখীন হলে বিকাশ তার জন্য দায়বদ্ধ নয়।
  • এই ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসায়, অনুগ্রহ করে বিকাশ গ্রাহক হেল্পলাইনে (১৬২৪৭) যোগাযোগ করুন।
সার্ভিসেস
হেল্প