বাড়ি ফেরার টিকেটে অফার | বিকাশ

বাড়ি ফেরার টিকেটে অফার

বাড়ি ফেরার টিকেটে অফার

বাড়ি ফেরার বাস টিকেট বুক করুন বিকাশ পেমেন্টে 

ঈদে বাড়ি ফেরার টিকেট বুকিংয়ের সব মোমেন্টে বিকাশ পেমেন্ট! বাসের টিকেট বুকিংয়ে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক!

 

অফারের মেয়াদ 

২৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিল ২০২৫ পর্যন্ত

 

অফারের বিস্তারিত 

  • গ্রাহকেরা বাসের টিকেট বুকিংয়ে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক!
  • ন্যূনতম ১,০০০ টাকা পেমেন্ট করে ক্যাশব্যাক পাবেন। 
  • অফারটি একবার উপভোগ করা যাবে।
  • গ্রাহকেরা বিকাশ অ্যাপ, *247# ডায়াল করে, ডায়নামিক কিউ আর, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট, ডিরেক্ট চার্জ, টোকেনাইজড চেকআউট),  অ্যাপ থেকে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, রিকারিং পেমেন্ট, কিউআর ব্যবহার করে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, ডিকিউআর ব্যবহার করে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, বাংলা কিউআর, কিউআরের মাধ্যমে বাই নাও পে লেটার এবং এপিআই-এর মাধ্যমে বাই নাও পে লেটার ব্যবহার করে সফলভাবে বিকাশ পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

 

অনলাইনে টিকেট কাটুন: 

যাত্রী

https://www.jatri.co/ 

বিডিটিকেট

https://bdtickets.com/bus 

 

বাস কাউনটার থেকে টিকেট কিনুনঃ
ক্লিক করে দেখে নিন যেসব বাস টিকেট বুকিংয়ে বিকাশ পেমেন্ট করে অফারটি উপভোগ করা যাবে 

শ্যামলী পরিবহন 

দোয়েল এক্সপ্রেস 

ইম্পেরিয়াল এক্সপ্রেস 

লন্ডন এক্সপ্রেস 

 

শর্তাবলি 

  • সচল একাউন্ট স্ট্যাটাস ও পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন।
  • অফার উপভোগ করতে, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে অফার বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক অফারটি পাবেন না।
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে ৩ বার বিরতিতে ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল চেষ্টাই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।
  • ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন গ্রাহককে তার নিজ বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে। 
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাম্পেইন সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে পেমেন্ট সেবা সরবরাহ করে। মার্চেন্ট গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয়, তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
  • যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষে গ্রাহকের দাবি ও সত্যতা যাচাই করে বিষয়টি পর্যালোচনা করবে বিকাশ। 
  • যদি কোনো গ্রাহক মার্চেন্ট অ্যাপ, ওয়েবসাইটে ভুল পেমেন্ট করে ফেললে গ্রাহককে অনুগ্রহ করে নির্দিষ্ট মার্চেন্টের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। 

 

সাধারণ জিজ্ঞাসা

১. অফারের মেয়াদ কত দিন?

- অফারটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০:০০ থেকে ১ এপ্রিল ২০২৫, ২৩:৫৯:৫৯ পর্যন্ত চলবে। 

 

২. ক্যাশব্যাকের পরিমাণ (%) কত?

- গ্রাহকেরা বাসের টিকেট বুকিংয়ে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক!

 

৩. গ্রাহক একদিনে কত টাকা ক্যাশব্যাক পাবেন?

- গ্রাহক একদিনে ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। 

 

৪. গ্রাহক অফার চলাকালীন কত টাকা ক্যাশব্যাক পাবেন?

- গ্রাহক অফার চলাকালীন ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। 

 

৫. গ্রাহক কি যেকোনো অ্যামাউন্ট বিকাশ পেমেন্ট করে ক্যাশব্যাক পাবেন?

- ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করে অফারটি উপভোগ করতে পারবেন। 

৬. ক্যাশব্যাক পেতে গ্রাহককে কোন কোন মাধ্যমে লেনদেন করতে হবে?

- গ্রাহকেরা বিকাশ অ্যাপ, *247# ডায়াল করে, ডায়নামিক কিউ আর, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট, ডিরেক্ট চার্জ, টোকেনাইজড চেকআউট),  অ্যাপ থেকে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, রিকারিং পেমেন্ট, কিউআর ব্যবহার করে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, ডিকিউআর ব্যবহার করে সরাসরি ভিসা কার্ডের মাধ্যমে বিকাশ পেমেন্ট, বাংলা কিউআর, কিউআরের মাধ্যমে বাই নাও পে লেটার এবং এপিআই-এর মাধ্যমে বাই নাও পে লেটার ব্যবহার করে সফলভাবে বিকাশ পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

 

৭. ক্যাশব্যাক পেতে গ্রাহক একাউন্টের স্ট্যাটাস কি সচল থাকতে হবে?

- হ্যাঁ, ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অবশ্যই সচল থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক ক্যাশব্যাক পাবেন না।

 

৮. গ্রাহক কি সফলভাবে পেমেন্ট করে ক্যাশব্যাক পাবেন?

- হ্যাঁ, গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে যদি গ্রাহকের পেমেন্ট লেনদেনটি সফল হয়, তবেই গ্রাহক ক্যাশব্যাক পাবেন। যদিও, কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক ক্যাশব্যাক সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

৯.  গ্রাহকের ক্যাশব্যাক পেতে দেরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কী? যদি হয়, সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কী?

- গ্রাহক অফারের শর্তাবলি অনুযায়ী লেনদেনের সাথে সাথেই ক্যাশব্যাক পাবেন। অজানা যেকোনো কারণে অফার পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected]এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

 

১০. গ্রাহক পেমেন্ট করে ক্যাশব্যাক পাওয়ার পর যদি মার্চেন্ট থেকে রিফান্ড নিতে চান, তাহলে কি গ্রাহকের ক্যাশব্যাকও ফিরিয়ে নেওয়া হবে (এই জিজ্ঞাসাটি শুধুমাত্র পেমেন্ট গেটওয়ের জন্য প্রযোজ্য)?

- হ্যাঁ, যদি কোনো কারণে গ্রাহকের পেমেন্ট আংশিক বা সম্পূর্ণ ফেরত দেওয়া হয়, উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ ক্যাশব্যাক ফেরত নেওয়া হবে।

সার্ভিসেস
হেল্প