

বিকাশ বান্ডেল
সেন্ড মানি'তে জিতুন প্রতি লেনদেনে!
প্রতিমাসে প্রিয়জন, কিংবা পরিজন কিংবা নানা প্রয়োজনে টাকা পাঠাতে হয় কতজনকেই, আবার প্রতিবারই খরচ নিয়ে ভাবতে হয়। এখন প্রতি সেন্ড মানি’তে খরচ নিয়ে আর নয় ভাবনা!
এসে গেলো বিকাশ বান্ডেল! বিকাশ অ্যাপ দিয়ে আপনার প্রয়োজনমতো বান্ডেল নিলে সেন্ড মানি’তে সাশ্রয় হবে প্রতি লেনদেনে! আর যদি বান্ডেলের লিমিট কিছু থেকেও যায় টেনশন কীসের? এখন মেয়াদ শেষ হবার আগেই একই বান্ডেল আবার কিনে নিলে রয়ে যাবে বাকি থাকা সব লিমিট!
বান্ডেলের বিস্তারিত:
সেন্ড মানি’তে বর্তমানে ৫টি বিকাশ বান্ডেল কিনতে পারবেন। প্রতিটি বান্ডেলের মেয়াদ ৩০ দিন।
বান্ডেল ১ - ৫টি সেন্ড মানি ২১ টাকায়, বাঁচবে ৪ টাকা
বান্ডেল ২ - ১০টি সেন্ড মানি ৪১ টাকায়, বাঁচবে ৯ টাকা
বান্ডেল ৩ - ২৫টি সেন্ড মানি ৯৪ টাকায়, বাঁচবে ৩১ টাকা
বান্ডেল ৪ - ৫০টি সেন্ড মানি ১৪৯ টাকায়, বাঁচবে ১০১ টাকা
বান্ডেল ৫ - ১০০টি সেন্ড মানি ২৪৯ টাকায়, বাঁচবে ২৫১ টাকা
কোনো বান্ডেলের লিমিট যদি মেয়াদ শেষের আগেও থেকে যায়, সেই একই বান্ডেলটি আপনি পুনরায় কিনে পরবর্তী মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেই বিকাশ বান্ডেল থেকে সকল অব্যবহৃত সেন্ড মানি’র লিমিট নতুন লিমিটের সাথে ব্যবহার করতে পারবেন।
পুনরায় একই বান্ডেল কিনতে-
১. বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ অপশন থেকে বিকাশ বান্ডেল সিলেক্ট করুন
২. ‘আমার বান্ডেল’ সেকশন থেকে যে বান্ডেলটি আবার কিনতে চান তার নিচে ‘আবার কিনুন’-এ ট্যাপ করুন
৩. বান্ডেলের বিস্তারিত দেখে ‘আবার কিনুন’-এ ট্যাপ করুন
৪. বিকাশ পিন দিন
৫. বান্ডেল কিনতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন
৬. হয়ে যাবে আপনার বিকাশ বান্ডেল ক্রয়
বিকাশ বান্ডেল এর সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: বিকাশ বান্ডেল কী?
উত্তর: এটি বিকাশ এর সেবার জন্য একটি নতুন সুবিধা। গ্রাহক শুধু বিকাশ অ্যাপ থেকে বিকাশ বান্ডেল একটি নির্দিষ্ট মূল্যে (রেগুলার চার্জের চেয়ে কম হারে) কিনতে পারবেন, যেখান থেকে গ্রাহক বান্ডেল লেনদেনের সংখ্যা এবং মেয়াদের মধ্যে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সেন্ড মানি, গ্রুপ সেন্ড মানি, অটো পে, QR এর মাধ্যমে সেন্ড মানি ইত্যাদি করতে পারবেন। তবে, নন-বিকাশ নাম্বারে সেন্ড মানি’র জন্য বান্ডেলটি ব্যবহৃত হবে না।
প্রশ্ন: বিকাশ বান্ডেলের সুবিধা কী কী?
উত্তর:
১. এটি সেন্ড মানি’তে প্রিয় নাম্বারে সেন্ড মানি’র উপরে অতিরিক্ত সুবিধা।
২. বিকাশ বান্ডেলে নির্দিষ্ট সংখ্যক সেন্ড মানি’র মূল্য রেগুলার চার্জের চেয়ে কম।
৩. বান্ডেলের মেয়াদ বা লিমিট শেষ না হওয়া পর্যন্ত সেন্ড মানি’র উপর কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না।
৪. প্রতি ব্যবহারকারীর ব্যবহারের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বিকাশ বান্ডেল রয়েছে।
৫. যদি মেয়াদ শেষ হওয়ার আগে আপনার বান্ডেলের অব্যবহৃত লিমিট থাকে, তাহলে আপনি মেয়াদ শেষ হওয়ার আগে আবার একই বিকাশ বান্ডেল আবার কিনতে পারবেন এবং সেই বিকাশ বান্ডেল থেকে সকল অব্যবহৃত সেন্ড মানি’র লিমিট নতুন লিমিটের সাথে যোগ করা হবে।
প্রশ্ন: বিকাশ বান্ডেলে কোন সেবা পাওয়া যায়?
উত্তর: বর্তমানে, বিকাশ বান্ডেলে শুধু সেন্ড মানি সেবার জন্য বান্ডেল ক্রয় করতে পারবেন।
প্রশ্ন: বিকাশ বান্ডেল কেনার পর কোনো চার্জ যোগ হবে?
উত্তর: একবার বিকাশ বান্ডেল ক্রয় করার পরে, প্রতিটি সেন্ড মানি লেনদেনের জন্য বিকাশ বান্ডেল ব্যবহৃত হবে এবং সেই সেন্ড মানি’র জন্য কোনো চার্জ প্রযোজ্য হবেনা।
প্রশ্ন: বান্ডেলগুলো মেয়াদ কত?
উত্তর: সকল বিকাশ বান্ডেলের মেয়াদ ৩০ দিন। উদাহরণস্বরুপ, আপনার বান্ডেলের মেয়াদ কেনার দিন থেকে ২৯ দিন পর্যন্ত। উদাহরণস্বরূপ: যদি আপনি ১ জানুয়ারি বিকাল ৩.৩০ মিনিটে একটি বিকাশ বান্ডেল কিনেন, তাহলে এটি ৩০ জানুয়ারি বিকাল ১১.৫৯.৫৯ মিনিটে শেষ হয়ে যাবে।
প্রশ্ন: অব্যবহৃত বিকাশ বান্ডেল লিমিটের কী হবে?
উত্তর: মেয়াদ শেষ হওয়ার তারিখের আগে আপনি একই বিকাশ বান্ডেল আবার কিনতে পারবেন এবং পরবর্তী মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত সেই বিকাশ বান্ডেল থেকে সকল অব্যবহৃত সেন্ড মানি’র লিমিট নতুন লিমিটের সাথে যোগ করা হবে। বান্ডেল আবার ক্রয় করা না হলে অব্যবহৃত লিমিট শেষ হয়ে যাবে।
প্রশ্ন: আমি কি কম বা তার বেশি প্যাক কিনে অব্যবহৃত বিকাশ বান্ডেল লিমিট বাড়াতে পারি?
উত্তর: না। বর্তমান বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার তারিখের মধ্যে একই বান্ডেল পুনরায় কেনা হলেই কেবল অব্যবহৃত বান্ডেলের লিমিট ব্যবহার করতে পারবেন।
প্রশ্ন: *২৪৭# ডায়াল করে আমি কীভাবে বিকাশ বান্ডেল কিনতে পারি?
উত্তর: বিকাশ বান্ডেল বর্তমানে শুধু বিকাশ অ্যাপ থেকে কিনতে পারবেন।
প্রশ্ন: আমি যদি একটি বিকাশ বান্ডেল কিনে থাকি এবং প্রিয় এবং রেগুলার উভয় নাম্বারে সেন্ড মানি করি তবে কী হবে?
A: প্রিয় নাম্বার এবং ৫০ টাকার নিচে লেনদেনের মতো চার্জ-ফ্রি সেন্ড মানি লেনদেনের জন্য বিকাশ বান্ডেল ব্যবহৃত হবে না।
প্রশ্ন: প্রিয় নাম্বারে সেন্ড মানি ১ম ২৫ হাজার টাকার জন্য ইতোমধ্যেই ফ্রি। যদি আমি বিকাশ বান্ডেল কিনে প্রিয় নাম্বারে সেন্ড মানি করি, তাহলে কী হবে?
A: প্রিয় নাম্বার এবং ৫০ টাকার নিচে লেনদেনের মতো চার্জ-ফ্রি সেন্ড মানি লেনদেনের জন্য বিকাশ বান্ডেল ব্যবহৃত হবে না।
প্রশ্ন: রেগুলার (প্রিয় ছাড়া) নাম্বারে টাকা পাঠান ১ম ২৫ হাজার টাকার জন্য ৫ টাকা। যদি আমি একটি বিকাশ বান্ডেল কিনে রেগুলার নাম্বারে সেন্ড মানি করি, তাহলে কী হবে?
উত্তর: এক্ষেত্রে বান্ডেল ব্যবহৃত হবে, এবং ব্যবহারের জন্য কোনো সেন্ড মানি চার্জ লাগবেনা।
প্রশ্ন: যদি আমি একটি বান্ডেল কিনে থাকি, তাহলে কি বিকাশ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করলে তা ব্যবহৃত হবে?
প্রশ্ন: বিকাশ অ্যাপ এবং *২৪৭# উভয় থেকেই সেন্ড মানি লেনদেনের জন্য বান্ডেল ব্যবহৃত হবে।
প্রশ্ন: আমি কীভাবে একটি বান্ডেল দেখতে এবং কিনতে পারি?
উত্তর: বিকাশ বান্ডেল কিনতে, বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ সেকশন থেকে "বিকাশ বান্ডেল"-এ ট্যাপ করে আপনি বর্তমানে থাকা বান্ডেলগুলো দেখতে পারেন। আপনি বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে বিকাশ বান্ডেল উইজেট থেকেও বর্তমান বান্ডেলগুলো দেখতে পারেন।
যেকোনো বান্ডেলে ট্যাপ করে আপনি তার বিস্তারিত দেখতে এবং কিনতে পারবেন।
প্রশ্ন: আমি কীভাবে আমার কেনা বান্ডেলগুলোর ব্যবহার পরীক্ষা করতে পারি?
উত্তর: আপনি বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে "বিকাশ বান্ডেল" এ ট্যাপ করে ব্যবহারের বিবরণ পরীক্ষা করতে পারেন।
প্রশ্ন: আমি কীভাবে আমার কেনা সকল বান্ডেল চেক করতে পারি?
উত্তর: আপনি বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে "বিকাশ বান্ডেল"-এ ট্যাপ করে ‘আমার বান্ডেল’ সেকশন থেকে "সব দেখুন"-এ ট্যাপ করে আপনার ক্রয় করা সকল বান্ডেল চেক করতে পারেন।
প্রশ্ন: "আবার কিনুন" কী?
উত্তর: আপনি যদি ইতোমধ্যে একটি বান্ডেল কিনে থাকেন, তাহলে ‘আবার কিনুন’ অপশনে ট্যাপ করে আপনি একই বান্ডেল পুনরায় কিনতে পারবেন।
প্রশ্ন: আমি কতবার একটি বান্ডেল কিনতে পারি?
উত্তর: আপনি যতবার খুশি একটি বান্ডেল কিনতে পারেন, তবে মনে রাখবেন যে সেন্ড মানি’র জন্য দৈনিক এবং মাসিক লিমিট প্রযোজ্য হবে।
প্রশ্ন: আমি একাধিক বান্ডেল কিনেছি। কোনটি আগে ব্যবহার করা হবে?
উত্তর: যদি একাধিক বিকাশ বান্ডেল কেনা হয়, তাহলে যে বান্ডেলের মেয়াদ আগে শেষ হবে তা আগে ব্যবহৃত হবে।
[উদাহরণ: যদি একজন গ্রাহক দুটি বিকাশ বান্ডেল কিনে থাকেন, যার মেয়াদ ২৭ ফেব্রুয়ারি, ২৫ এবং ‘বান্ডেল ২’ যার মেয়াদ ২৫ ফেব্রুয়ারি, ২৫ এবং গ্রাহক যদি টাকা পাঠান, তাহলে লেনদেনটি ‘বান্ডেল ২’ থেকে ব্যবহৃত হবে]
প্রশ্ন: বিদেশ থেকে বিকাশ একাউন্ট ব্যবহারকারী কি বান্ডেল কিনতে পারবেন?
উত্তর: জ্বি না। উক্ত গ্রাহকের জন্য এই সেবাটি প্রযোজ্য নয়।
প্রশ্ন: বিকাশ স্টুডেন্ট একাউন্ট ব্যবহারকারী কি বান্ডেল কিনতে পারবেন?
উত্তর: জ্বি না। উক্ত গ্রাহকের জন্য এই সেবাটি প্রযোজ্য নয়।
প্রশ্ন: বিদেশ থেকে ব্যবহৃত বিকাশ একাউন্টে পরিবর্তন করলে আমি কি বান্ডেল ব্যবহার করতে পারব?
উত্তর: গ্রাহক যদি তার বিকাশ একাউন্ট পরিবর্তন করে বিদেশ থেকে ব্যবহৃত বিকাশ একাউন্টে যায়, তবে ক্রয়কৃত বিকাশ বান্ডেল ব্যবহার করা যাবে না। তবে, ক্রয়কৃত বিকাশ বান্ডেলের মেয়াদের মধ্যে গ্রাহক যদি তাদের রেগুলার বিকাশ একাউন্টে ফিরে যান তবে বিকাশ বান্ডেল আবার ব্যবহার করা যাবে।
একাধিক প্ল্যাটফর্মে বিকাশ আছে

*২৪৭#
বিকাশ এর ইউএসএসডি প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি যেকোনো মোবাইল ফোন থেকে ইন্টারনেট ছাড়াও লেনদেন করতে পারবেন। শুরু করতে *২৪৭# ডায়াল করুন।

পেমেন্ট গেটওয়ে
বিকাশ সিকিউর পেমেন্ট গেটওয়ে গ্রাহকদের সুবিধার্থে মার্চেন্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠানদের বিকাশ পেমেন্ট সেবা প্রদান করে।
বিকাশ সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা
আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন, কিন্তু লগইন করতে পারছেন না, তবে অনুগ্রহ করে এই ধাপগুলো অনুসরণ করুন
১. নিশ্চিত করুন যে ব্যাকগ্রাউন্ডে কোনো ভিপিএন চালু নেই
২. মোবাইল ডাটা ব্যবহার করে লগইন করার চেষ্টা করুন
৩. ফোনে বাংলাদেশি সিম চালু আছে কিনা তা নিশ্চিত করুন
৪. অ্যাপটি বন্ধ করার চেষ্টা করুন এবং এটিকে ব্যাকগ্রাউন্ড থেকে মুছে ফেলুন এবং অ্যাপটি পুনরায় চালু করুন
৫. যদি সমস্যাটি এখনও থেকে যায়, অনুগ্রহ করে আপনার আইপি এবং ঠিকানা এবং আইএসপি এর নামটি বিকাশ এর গ্রাহক সেবা চ্যানেলগুলোতে শেয়ার করুন৷ (দ্রষ্টব্য: আপনি google.com-এ " What is my IP address" সার্চ করে আপনার আইপি খুঁজে পেতে পারেন এবং আপনার আইএসপি নামটি আপনার ইন্টারনেট সেবা প্রদানকারীর নাম যা ইন্টারনেট বিল রিসিটে পাওয়া যেতে পারে)
ক) বিকাশ একাউন্ট
- বিকাশ প্রদত্ত সেবাসমূহ ব্যবহারের জন্য মোবাইল ফোনে যে একাউন্টটি খোলা হয় সেটিই বিকাশ একাউন্ট। একাউন্ট খোলার পর আপনার মোবাইল নাম্বারই হবে আপনার বিকাশ একাউন্ট নাম্বার।
খ) বিকাশ একাউন্ট খোলা
- আপনার মোবাইল ফোনে বিকাশ একাউন্ট চালু করা।
গ) বিকাশ মোবাইল মেন্যু
- *২৪৭# ডায়াল করে আপনি যে মেন্যু দেখতে পান।
ঘ) ক্যাশ ইন
- বিকাশ একাউন্টে টাকা জমা রাখার পদ্ধতি।
ঙ) ক্যাশ আউট
- আপনার বিকাশ একাউন্ট থেকে টাকা উত্তোলনের পদ্ধতি। আপনি যেকোনো বিকাশ এজেন্ট অথবা ব্র্যাক ব্যাংক এবং Q-Cash এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবেন।
চ) সেন্ড মানি
- একটি বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতি।
ছ) মোবাইল রিচার্জ
- মোবাইল রিচার্জ সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
জ) পেমেন্ট
- আপনি যখন আপনার বিকাশ একাউন্ট থেকে একজন বিক্রেতাকে পণ্য অথবা সেবার বিনিময়ে বিল প্রদান করেন।
ঝ) রেমিটেন্স
- বিদেশ থেকে বাংলাদেশে বিকাশ একাউন্টে টাকা পাঠানো বা গ্রহণ করা।
ঞ) আমার বিকাশ
- বিকাশ মোবাইল মেন্যুর একটি অপশন আমার বিকাশ, যেখান থেকে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স চেক করতে, সংক্ষিপ্ত স্টেটমেন্ট দেখতে, ম্যানেজ বেনিফিশিয়ারি, এমএনপি তথ্য আপডেট এবং পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন।
ট) বিকাশ মোবাইল মেন্যু পিন
- এটি পাসওয়ার্ডের মতো একটি গোপন নাম্বার যা আপনার বিকাশ একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে।
ঠ) সিকিউরিটি কোড
- সিকিউরিটি কোড একটি একবার ব্যবহারযোগ্য পিন। আপনি যখন এটিএম থেকে ক্যাশ আউট করবেন, তখন আপনার একটি সিকিউরিটি কোড তৈরি করতে হবে, যা পরবর্তী ৫ মিনিটের মধ্যে একবারই ব্যবহারযোগ্য।
ড) ট্রানজেকশন আইডি
- প্রতিটি লেনদেনের জন্য সিস্টেমের মাধ্যমে তৈরিকৃত একটি স্বতন্ত্র তথ্যসূত্র নাম্বার যা শনাক্ত করার জন্য সংরক্ষণ করা হয়।
ঢ) রেফারেন্স
- নিজের ভবিষ্যত প্রয়োজনের জন্যে লেনদেনের উদ্দেশ্য উল্লেখ করা।
হ্যাঁ।
-হ্যাঁ, আপনাকে আপনার মোবাইল ফোনে একটি বিকাশ একাউন্ট খুলতে হবে।
• বাংলাদেশি নাগরিক
• বয়স ১৮ বছর বা তার বেশি
• বৈধ জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট আছে এমন ব্যক্তি
• বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক এবং এয়ারটেল গ্রাহকেরা
না, বিকাশ একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি।