এটিএম থেকে ক্যাশ আউট

এটিএম থেকে ক্যাশ আউট

এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এরকম যেকোনো ব্র্যাক ব্যাংক এবং Q-Cash এটিএম থেকে টাকা তুলতে প্রথমে একটি সিকিউরিটি কোড প্রয়োজন হবে। সিকিউরিটি কোডের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • *247# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
  • ‘Cash Out’ অপশনটি বেছে নিন
  • ‘From ATM’ অপশনটি বেছে নিন
  • আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন (PIN) নাম্বারটি দিন
  • এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি একটি সিকিউরিটি কোড (OTP) পাবেন যা পরবর্তী ৫ (পাঁচ) মিনিট সক্রিয় থাকবে এবং ১ (এক) বারই ব্যবহার করা যাবে

এটিএম থেকে টাকা উত্তোলন

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যায় এমন যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে টাকা তুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:-

  • এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘bKash Cash Out’ বাটনে চাপ দিন
  • আপনার পছন্দের ভাষা বেছে নিন
  • বিকাশ একাউন্ট নাম্বার দিন
  • যত টাকা ক্যাশ আউট করতে চান তার পরিমাণ
  • এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিন
  • আপনার দেয়া তথ্যাদি যাচাই করে নিশ্চিত করুন
  • টাকা এবং রশিদ গ্রহণ করুন
  • আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাবেন
     

 

সার্ভিসেস
হেল্প