এজেন্ট থেকে ক্যাশ আউট
এজেন্ট থেকে ক্যাশ আউট
আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে আপনি সারাদেশে বিস্তৃত যেকোনো বিকাশ এজেন্ট থেকে টাকা ক্যাশ আউটের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এজেন্ট থেকে ক্যাশ আউট এর জন্য:-
১. যেকোনো বিকাশ এজেন্টের কাছে যান
২. এজেন্টকে আপনার টাকা তোলার পরিমাণ বলুন (টাকার পরিমাণ ৫,০০০ বা তার বেশি হলে ছবি যুক্ত পরিচয়পত্র বা পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করতে হবে)
৩. আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ এজেন্ট রেজিস্টারে লিখুন
৪. বিকাশ মোবাইল মেন্যুর জন্য আপনার মোবাইলে *২৪৭# ডায়াল করুন
৫. “ক্যাশ আউট” সিলেক্ট করুন
৬. “ফ্রম এজেন্ট” সিলেক্ট করুন
৭. এজেন্টের বিকাশ একাউন্ট নাম্বারটি দিন (এজেন্টকে জিজ্ঞাসা করুন)
৮. টাকার পরিমাণ লিখুন
৯. আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন দিয়ে ক্যাশ আউট সম্পন্ন করুন
আপনি এবং এজেন্ট দুজনই কনফার্মেশন মেসেজ পাবেন। টাকা গুণে নিন এবং কাউন্টার ত্যাগ করার পূর্বে এজেন্টের রেজিস্টার বইতে স্বাক্ষর করুন।