বিকাশ-এ দেখুন বিল আসলো কতো, জমাও দিন সময়মতো

এখনই বিল বিকাশ করতে ক্লিক করুন

কাজের ফাঁকে, ব্যস্ততার মাঝে, বিল নিয়ে চলে বাড়তি টেনশন! সাথে বিলের কাগজ যদি আসে দেরিতে, অথবা হারিয়ে যায় কোথাও, তাহলে তো বিপদের শেষ নাই। কিন্তু এতো টেনশন কীসের? বিকাশ আছে না! বিকাশ হাতে থাকলে করতে হবেনা বিলের কাগজের অপেক্ষা। এখন বিকাশ-এ আপনার যেকোনো বিলের একাউন্ট নাম্বার/এসএমএস একাউন্ট নাম্বার/কনজ্যুমার নাম্বার/কাস্টমার নাম্বার/গ্রাহক নাম্বার দিলেই সাথে সাথেই দেখতে পারবেন আপনার মাসের বিল। শুধু তাই নয়, নিশ্চিন্তে, নিরাপদে, মুহূর্তে বিলও পরিশোধ করতে পারবেন বিকাশ-এ, সাথে বিল পরিশোধের প্রমাণ হিসেবে ডিজিটাল রিসিটও পাবেন। তাই বিকাশ-এ দেখুন বিল আসলো কতো, জমাও দিন সময়মতো।

অ্যাপ দিয়ে যেভাবে পোস্টপেইড বিল বিকাশ করবেন:

১। বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’- ট্যাপ করুন

২। ‘বিদ্যুৎ’-এ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন

৩। বিলের সময়সীমা সিলেক্ট করুন এবং একাউন্ট নাম্বার দিন

৪। বিলের পরিমাণ দেখে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে বিল সম্পন্ন করতে স্কিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন

৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট

দেখুন কীভাবে ডেসকো, ডিপিডিসি সহ অন্যান্য প্রতিষ্ঠানের পোস্টপেইড বিদ্যুৎ বিল বিকাশ করবেন

বিকাশ অ্যাপ থেকে অথবা *247# ডায়াল করে এখন প্রতিমাসে ২টি বিদ্যুৎ বিল বিকাশ করুন চার্জ ফ্রি।

শর্তাবলি

১। প্রতিমাসে সর্বোচ্চ ২টি বিদ্যুৎ বিল বিকাশ করতে কোনো চার্জ লাগবেনা

২। অফারটি চলবে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত

 

সচরাচর জিজ্ঞাসা:

১। বিকাশ দিয়ে কি বিল পরিশোধ করা সম্ভব?

  • বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে খুব সহজেই যেকোনো বিল পরিশোধ করতে পারবেন। এই মুহূর্তে আপনি বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, টিভি, সরকারি ফিসহ যেকোনো বিল বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

 

২। আমি কোন কোন বিল বিকাশ-এর মাধ্যমে পরিশোধ করতে পারবো?

  • আপনি বিকাশ এর মাধ্যমে বিদ্যুৎ প্রিপেইড, পোস্টপেইড, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, সরকারি ফিসহ যেকোনো ধরনের বিল মুহূর্তেই পরিশোধ করতে পারবেন বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ এজেন্ট বা বিকাশ মার্চেন্টের মাধ্যমে।

 

৩। বিকাশ দিয়ে বিল দিতে কি কোনো চার্জ লাগে?

  • বিকাশ-এ প্রতিমাসে ২টি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন চার্জ ফ্রি। সেইসাথে গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন চার্জ ফ্রি যতখুশি ততবার। বিকাশ-এর পে বিলের চার্জ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.bkash.com/en/help/ubp-charges

 

৪। বিকাশ-এ কীভাবে বিলের পরিমাণ দেখা যায়?

  • আপনি বিকাশ অ্যাপে পে বিলে গিয়ে আপনি যে প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে চান, যেমন- পল্লীবিদ্যুৎ পোস্টপেইড সিলেক্ট করে আপনার বিলের একাউন্ট নাম্বার অথবা এসএমএস একাউন্ট নাম্বার অথবা মিটার নাম্বার দিলেই মাসের বিল সাথে সাথেই দেখতে পারবেন। তবে বিল প্রতিমাসের কবে দেখতে পারবেন তা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

 

৫। বিকাশ-এ বিলের পরিমাণ দেখতে কি কোনো চার্জ আছে?

  • বিকাশ-এ আপনার যেকোনো বিলের পরিমাণ দেখতে কোনো চার্জ নেই।

 

৬। বিকাশ-এ বিল দিলে যে তা জমা হয়েছে এর প্রমাণ কী?

  • বিকাশ-এর মাধ্যমে বিল পরিশোধের পর আপনি সাথে একটি কনফার্মেশন এসএমএস এবং বিকাশ অ্যাপ থেকে ডিজিটাল রিসিট ডাউনলোড করে নিতে পারবেন।

 

৭। বিকাশ-এ বিল প্রদানের কোনো লিমিট আছে?

  • আপনি বিকাশ এর মাধ্যমে যেকোনো অ্যামাউন্টের বিল যত খুশি ততবার প্রদান করতে পারবেন।

 

৮। এই গল্পগুলো কি হুমায়ুন আহমেদের কোনো নাটকের অংশ?

  • এই গল্পগুলো বিকাশ-এর পে বিলের জন্য একটি বিশেষ প্রচারণা। বিকাশ-এর গ্রাহকদের সহজেই বিল দেখে, নিশ্চিন্তে পরিশোধ সম্পর্কে জানাতে এই আয়োজন।

 

৯। আমরা এই তিনজনকে কি আরো দেখতে পারবো?

  • বিকাশ-এর সাথে জনপ্রিয় এই শিল্পীদের আরো গল্প দেখতে চোখ রাখুন বিকাশ-এর পেইজে এবং অন্যান্য প্ল্যাটফর্মে।

 

১০। এই তিনজনের নাম কী?

  • জনপ্রিয় এই শিল্পীদের নাম- ফারুক আহমেদ, এজাজ ইসলাম এবং স্বাধীন খসরু।

 

১১। এই ক্যাম্পেইনের সাথে কি কোনো অফার আছে?

  • এমুহূর্তে প্রথমবার পল্লী বিল বিকাশ করলেই পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক! বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bkash.com/campaign/cashback-on-first-bill-payment-reb
সার্ভিসেস
হেল্প