পেওনিয়ার
ফ্রিল্যান্সিংয়ের টাকা পেওনিয়ার থেকে বিকাশ-এ আনুন সুপার ফাস্ট!
দেশজুড়ে ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ নিয়ে এলো দারুণ সুখবর! কোনো অপেক্ষা আর কাগজপত্রের ঝামেলা ছাড়াই পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা আপনার বিকাশ একাউন্টে আনতে পারবেন মুহূর্তেই। আরো আছে! টাকা আনতে পারবেন মাত্র ১,০০০ টাকা থেকেই! শুধু তাই নয়, যেকোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং Q-Cash এটিএম বুথ থেকে তা ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ৭ টাকা চার্জে*!
কীভাবে এটিএম থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে রেমিটেন্স ক্যাশ আউট করবেন (ক্লিক করুন)
সার্ভিসের বিস্তারিত:
- বিকাশ গ্রাহকেরা এখন বিকাশ অ্যাপ থেকেই পেওনিয়ার একাউন্ট খুলে পেওনিয়ার থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন।
- বিকাশ অ্যাপ থেকে নতুন পেওনিয়ার একাউন্ট খুলতে বিকাশ হোম পেজের রেমিটেন্স আইকনে ট্যাপ করুন। এরপর পেওনিয়ার অপশনে গিয়ে রেজিস্টার বাটনে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথেই পেওনিয়ার-এ রেজিস্ট্রেশনের পেজে চলে আসবে। বিকাশ শুধু পেওনিয়ার একাউন্ট রেজিস্ট্রেশনে সহায়তা করছে, সফল/ব্যর্থ রেজিস্ট্রেশন কিংবা রেজিস্ট্রেশনের বিস্তারিত নির্ভর করবে পেওনিয়ার কর্তৃপক্ষের উপর।
- আপনার ব্যাংক একাউন্ট সম্পর্কিত তথ্য না দিয়েও বিকাশ অ্যাপের মাধ্যমে পেওনিয়ারে রেজিস্ট্রেশন করা সম্ভব।
- সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া সাপেক্ষে আপনি গ্রাহক আইডিসহ একটি কনফার্মেশন ই-মেইল পাবেন।
- আগে থেকেই পেওনিয়ার একাউন্ট থাকলে বিকাশ গ্রাহকেরা তাদের বিকাশ অ্যাপের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করে সহজেই লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে পেওনিয়ার একাউন্টের গ্রাহকের নাম ও বিকাশ একাউন্টের গ্রাহকের নাম একই হতে হবে।
- বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করতে ট্যাপ করুন 'রেমিটেন্স আইকন' > 'পেওনিয়ার' > 'আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করুন'। এরপর পেওনিয়ার-এ সাইন ইন করার জন্য ই-মেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। ই-মেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনি একটি ওটিপি পাবেন। ওটিপি প্রদান করলেই আপনার বিকাশ একাউন্ট ও পেওনিয়ার একাউন্ট লিংক হয়ে যাবে।
- একটি বিকাশ একাউন্টের সাথে শুধু একটি পেওনিয়ার একাউন্টই লিংক করা যাবে।
- কেউ বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার সার্ভিসটি ব্যবহার করতে না পারলে ‘রেমিটেন্স’ বাটনে ট্যাপ করার পরে নিজের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তথ্য হালনাগাদ করে নিলেই সার্ভিসটি ব্যবহারের জন্য উপযুক্ত হবেন।
- পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের সময়ে আপনি আপনার পেওনিয়ার একাউন্টের উপর নির্ভর করে নির্দিষ্ট কিছু কারেন্সিতেই আপনার ব্যালেন্স দেখতে পারবেন।
- পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের সর্বনিম্ন লিমিট এক লেনদেনে ১,০০০ টাকা ও সর্বোচ্চ লিমিট ২,৫০,০০০ টাকা।
- পেওনিয়ার থেকে বিকাশ-এ প্রতিবার টাকা উত্তোলনের সময়ে লেনদেনের মোট এমাউন্টের উপর ২% ফি চার্জ করবে পেওনিয়ার। টাকা উত্তোলনের সময়ে পেওনিয়ার-এর এ ফি ব্যতিত বিকাশ কিংবা সরকার নির্ধারিত আর কোনো চার্জ প্রযোজ্য নয়।
- যেকোনো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং বিকাশ এর সাথে যুক্ত অন্যান্য ব্যাংকের Q-Cash এটিএম বুথ থেকে পেওনিয়ারের মাধ্যমে পাওয়া টাকা হাজারে মাত্র ৭ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারবেন।
- ১৯ মার্চ, ২০২৪ থেকে পেওনিয়ারের মাধ্যমে বিকাশ একাউন্টে গ্রহণ করা টাকা ক্যাশ আউটে এই চার্জ প্রযোজ্য।
- প্রতিবার সফলভাবে পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের পর গ্রাহক রিওয়ার্ড পয়েন্টস পাবেন।
- এই সার্ভিসের ক্ষেত্রে সরকার প্রদত্ত ২.৫% প্রণোদনা প্রযোজ্য নয়।
পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের লিমিট:
ট্রানজেকশন লিমিট |
||||||
ট্রানজেকশনের ধরন |
সর্বোচ্চ ট্রানজেকশন |
প্রতি ট্রানজেকশনে এমাউন্ট |
সর্বোচ্চ এমাউন্ট |
|||
প্রতি দিন |
প্রতি মাসে |
সর্বনিম্ন (টাকা) |
সর্বোচ্চ (টাকা) |
প্রতি দিন (টাকা) |
প্রতি মাসে (টাকা) |
|
পেওনিয়ার (আন্তর্জাতিক রেমিট্যান্স) |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |
১,০০০ |
২,৫০,০০০ |
প্রযোজ্য নয় |
প্রযোজ্য নয় |