ফিনটেক পাইওনিয়ার-এর সম্মাননা পেলো বিকাশ
পোস্ট করেছেন bKash Limited
১৯ আগস্ট ২০২৪ | ১৫ মিনিটের পাঠ্য
ঢাকা, ২৯ জুলাই ২০২৩: বাংলাদেশের ফিনটেক খাতে অগ্রগামী ভূমিকা রাখায় বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩ এ বিকাশ-কে ‘ফিনটেক পাইওনিয়ার’ হিসেবে সম্মাননা দেয়া হয়।
ব্যাংকিং সেবার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার পাশাপাশি সবার দৈনন্দিন লেনদেনে আরো সক্ষমতা ও স্বাধীনতা আনার প্রয়াস নিয়ে একযুগ আগে যাত্রা শুরু করে বিকাশ। ৭ কোটি গ্রাহক, ৩ লাখ ৩০ হাজার এজেন্ট, সাড়ে ৫ লাখ মার্চেন্ট নিয়ে বিকাশ এখন দেশের প্রতিটি পরিবারের সদস্য। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা ও সরকারের দিক-নির্দেশনায় বিকাশ তৈরী হয়েছে পুরোপুরি দেশীয় মেধায় – ‘বিকাশ ইজ মেড ইন বাংলাদেশ, মেড ফর বাংলাদেশ’।
আর্থিক অন্তর্ভুক্তিতে অনন্য প্রতিষ্ঠান বিকাশ এরই মধ্যে বিশ্বের বুকে উদাহরণ তৈরি করেছে। ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন এলএলসি, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, অ্যান্ট গ্রুপ এবং সফটব্যাংক ভিশন ফান্ড থেকে ৩৮১ মিলিয়ন ইউএস ডলার সমপরিমাণের বিনিয়োগ এনেছে বিকাশ।
এই প্রসঙ্গে বিকাশ-এর প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর বলেন, “একযুগ ধরে আর্থিক অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সব শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন লেনদেনকে সহজ ও নিরাপদ করার নিরন্তর প্রচেষ্টারই স্বীকৃতি এই পুরষ্কার। ফিনটেক পাইওনিয়ার পুরস্কার আমাদের পথচলাকে আরো বেগবান করবে।”