জমানো টাকার উপর ইন্টারেস্ট
টাকা নিরাপদে রাখার পাশাপাশি, আপনার বিকাশ একাউন্টে টাকা জমিয়ে বছরে ৩% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন।
ইন্টারেস্ট শুধু বিকাশ গ্রাহক একাউন্টের জন্য প্রযোজ্য।
ইন্টারেস্ট রেট:
ব্যালেন্স/স্ল্যাব |
রেট (বছরে) |
5,000.00 - 50,000.99 |
0.50% |
50,001.00 - 150,000.99 |
1.00% |
150,001.00 - 250,000.99 |
2.00% |
250,000.99 + |
3.00% |
ইন্টারেস্ট পাবার শর্তসমূহঃ
১. শুধু বিকাশ কাস্টমার একাউন্টধারী এই ইন্টারেস্টের জন্য যোগ্য হবেন।
২. একটি ক্যালেন্ডার মাসের প্রতিদিন সর্বনিম্ন ৫,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
৩. এক মাসে গড় দৈনিক ব্যালেন্সের উপর ভিত্তি করে ইন্টারেস্টের পরিমাণ হিসাব করা হবে।
৪. এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক ব্যালেন্সের উপর ভিত্তি করে ইন্টারেস্ট হারের স্ল্যাব বিবেচনা করা হবে।
৫. বিকাশ একাউন্টধারীর অবশ্যই মাসে ন্যূনতম ১০ বা বেশি লেনদেন করতে হবে।
৬. ইন্টারেস্ট পেতে হলে, একাউন্ট স্ট্যাটাস এবং গ্রাহকের বিকাশ একাউন্টের ইনকামিং লেনদেন অ্যাক্টিভ থাকতে হবে। বিকাশ গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসজনিত সমস্যার কারণে, যদি ইন্টারেস্ট প্রদান সফল না হয়, সেক্ষেত্রে গ্রাহক সেই পেমেন্ট সাইকেলের জন্য ইন্টারেস্ট পাওয়ার যোগ্য হবেননা।
৭. বিকাশ গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ইস্যু ব্যতীত অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ইন্টারেস্ট বিতরণ সফল না হলে, বিকাশ প্রাথমিক ডিসবার্সমেন্ট তারিখের পর ২ মাসের মধ্যে একবারের জন্য ইন্টারেস্ট প্রদানের জন্য পুনরায় চেষ্টা করবে। সকল প্রচেষ্টা ব্যর্থ হলে, আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক সেই ইন্টারেস্টের জন্য আর যোগ্য হবেননা।
৮. সরকারী নিয়ম অনুযায়ী ট্যাক্স/ভ্যাট কাটার পর ইন্টারেস্টের টাকা জমা করা হবে।
৯. বছরে দুই দফায় আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে।
ইন্টারেস্ট সেবা চালু করাঃ
উপরিউক্ত শর্ত পালনের মাধ্যমে সকল নতুন এবং পুরাতন বিকাশ গ্রাহক তাদের বিকাশ একাউন্টে ইন্টারেস্ট পাবেন। সেবাটি চালু করার জন্য কিছুই করতে হবেনা।
ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করাঃ
আপনার একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ করতে না চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- আপনার বিকাশ নাম্বার থেকে 16247 এ কল করুন
- ভাষা নির্বাচন করুন (বাংলার জন্য ১ এবং ইংরেজির জন্য ২)
- জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন
- ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে অথবা সেবাটি পূর্বে বন্ধ করা থাকলে পুনরায় চালু করতে চাইলে ১ চাপুন
- আপনার রিকোয়েস্টটি নিশ্চিত করে সাথে সাথে একই কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে