মাইক্রোফাইন্যান্স
বিকাশ-এর মাধ্যমে মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের পেমেন্ট হবে সহজেই!
মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের যেকোনো কিস্তির টাকা পেমেন্ট হবে সহজে, নিশ্চিন্তে ও স্বচ্ছতার সাথে বিকাশ-এর ‘মাইক্রোফাইন্যান্স’ সেবার মাধ্যমে। এই সেবার মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে নেয়া সঞ্চয়/ডিপিএস, ঋণ এবং অন্যান্য সেবার কিস্তির পেমেন্ট বিকাশ করতে পারবেন সুবিধাজনক সময়ে, খুব সহজেই।
সেবার বিস্তারিত
-এই সেবার মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ ও সঞ্চয়ের কিস্তির টাকা দিতে পারবেন।
-গ্রাহকগণ পরিচয় নিশ্চিত হয়ে, তার কিস্তি পেমেন্টে সুযোগ পাচ্ছেন, এক্ষেত্রে একজনের কিস্তি অন্যজনের নামে প্রদানের সুযোগ থাকছে না।
-গ্রাহক চাইলে কিস্তির টাকার পরিমাণ পরিবর্তন করে, একাধিকবার অল্প অল্প করে টাকা প্রদান করে, মাসিক/সাপ্তাহিক কিস্তি তারিখের আগে পুরো কিস্তির টাকা প্রদান করতে পারবেন। অর্থাৎ কিস্তির পরিমাণ বেশি হলে, সময়ের আগে ভেঙ্গে ভেঙ্গে দেয়া যাবে।
-বিকাশ অ্যাপ ছাড়াও *247# ডায়াল করে পেমেন্টের ক্ষেত্রে গ্রাহক এই সেবাটি উপভোগ করতে পারেন।
মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের সুবিধাসমূহ
-কিস্তির টাকা ডিজিটালভাবে কালেকশন
-মুহূর্তেই লেনদেনের রিপোর্টিং
-কর্মীদের কর্মঘণ্টা সাশ্রয় এবং কর্মক্ষমতা বৃদ্ধি
-ক্যাশ ম্যানেজমেন্টে দক্ষতা বৃদ্ধি
-ক্যাশ বহনের ঝুঁকি কম
-গ্রাহকের ডিজিটাল লেনদেনে অভ্যাস
মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান বিকাশ এর সাথে যুক্ত হতে নিচের ফর্মটি পূরণ করুন। পরবর্তীতে বিকাশ কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবেন।