Log in with Touch/Face ID | বিকাশ

Log in with Touch/Face ID

বিকাশ অ্যাপে টাচ/ফেস আইডি লগইন সার্ভিসের নিয়ম ও শর্তাবলি

১। এই নিয়ম ও শর্তাবলি ("শর্তাবলি") বিকাশ লিমিটেড ("বিকাশ") দ্বারা প্রদত্ত বিকাশ অ্যাপের টাচ/ফেস আইডি লগইন সার্ভিসের (সার্ভিস) ক্ষেত্রে প্রযোজ্য। এই সার্ভিসটি ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে, বা সার্ভিসটি ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলি-তে মেনে নিয়েছেন বলে ধরে নেয়া হবে। আপনি যদি এই শর্তাবলি গ্রহণ না করেন, তবে অনুগ্রহ করে সার্ভিসটিতে প্রবেশ করা বা ব্যবহার করা বন্ধ করুন৷

২। এই সার্ভিসের মাধ্যমে আপনি বিকাশ অ্যাপে প্রবেশ করার জন্য আপনার পরিচয় নিশ্চিত করতে একটি অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা হিসেবে আপনার বিকাশ একাউন্টের পিনের পরিবর্তে একটি উপযুক্ত মোবাইল ডিভাইসে আপনার নিবন্ধিত ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করতে পারেন।

৩। আপনি এই সার্ভিসটি ব্যবহার করার জন্য স্বীকার করেন এবং সম্মত হন যে:

 ক) আপনার অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় বিকাশ একাউন্ট আছে;

খ) আপনি অবশ্যই উপযুক্ত মোবাইল ডিভাইস ব্যবহার করে বিকাশ অ্যাপ ইনস্টল করেছেন;

গ) আপনার মোবাইল ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি শনাক্তকরণ সুবিধা আছে এবং আপনার উপযুক্ত মোবাইল ডিভাইসে এই সুবিধাটি সক্রিয় করা আছে;

ঘ) বিকাশ অ্যাপে প্রবেশ করার জন্য ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করতে আপনাকে আপনার বিকাশ পিন ব্যবহার করে একটি সার্ভিস রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সফল রেজিস্ট্রেশনের পর, আপনার মোবাইল ডিভাইসে সংরক্ষিত ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি বিকাশ অ্যাপে লগইন করার জন্য একটি সুরক্ষিত মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে;

ঙ) আপনার ডিভাইস অপারেটিং সিস্টেম (OS), সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মধ্যে যেটি বেশি সুরক্ষিত সেটি বেছে নেবে;

চ) আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার মোবাইল ডিভাইসে শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি সংরক্ষণ করা আছে এবং আপনার বোধগম্য আছে যে এই সার্ভিসটির সফল নিবন্ধনের পর, আপনার মোবাইল ডিভাইসে সংরক্ষিত যে কোনো আঙুলের ছাপ বা ফেস আইডি বিকাশ অ্যাপে প্রবেশ করতে ব্যবহার করা যেতে পারে এবং

ছ) আপনার মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেমটি iOS সংস্করণ 13 বা তার উপরে (আইফোনের জন্য) বা অ্যান্ড্রয়েড সংস্করণ 9 বা তার উপরে (অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য) চলমান আছে।

৪। সার্ভিসটি সফলভাবে সক্রিয় করার পরেও আপনি আপনার পিন ব্যবহার করে বিকাশ অ্যাপে প্রবেশ করার সুবিধা বেছে নিতে পারেন।

৫। যতবার বিকাশ অ্যাপ প্রবেশ করার জন্য সফল ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি লগইন শনাক্ত করবে, তখন বিবেচনা করা হবে যে আপনি নিজেই বিকাশ অ্যাপ ব্যবহার করেছেন এবং পরবর্তী লেনদেন করেছেন (যদি লেনদেন হয়ে থাকে)।

৬। আপনি যেকোনো সময় অ্যাপে সাইন ইন করে অ্যাপের ‘মাই প্রোফাইল’ অংশ থেকে এই সার্ভিসটি বন্ধ করতে পারেন৷

৭। পিন রিসেট, পিন পরিবর্তন এবং পিন লক এসব প্রক্রিয়া চলাকালে এই সার্ভিসটি ব্যবহারযোগ্য হবেনা।

৮। আপনি স্বীকার করছেন এবং সম্মত হচ্ছেন যে, বিকাশ অ্যাপ আপনার মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম দ্বারা প্রদত্ত এনক্রিপ্টেড তথ্যের মাধ্যমে সত্যায়ন প্রক্রিয়াটি বাস্তবায়ন করবে এবং আপনি এতদ্বারা বিকাশ-কে সম্মতি প্রদান করছেন এই ধরনের এনক্রিপ্টেড তথ্য ব্যবহার করার জন্য যা এই সার্ভিসটি সক্ষম করার উদ্দেশ্যে ব্যবহার করা হবে। উল্লেখ্য যে, বিকাশ কোনোভাবেই এই ধরনের তথ্য সংরক্ষণ করবে না।

৯। এই সার্ভিসটি স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার করা হবে যেসব ক্ষেত্রে-

ক) পিন রিসেট, পিন পরিবর্তন এবং পিন লক হলে;

খ) বিকাশ অ্যাপ আন-ইনস্টল করলে;

গ) নতুন ডিভাইসে বিকাশ অ্যাপ ইনস্টল এবং লগইন করলে;

ঘ) ডিভাইসের বায়োমেট্রিকে (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) সেটিংসে যেকোনো পরিবর্তন ঘটলে (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি যোগ/সরানো/পরিবর্তন);

ঙ) এই সার্ভিসটির নিবন্ধনের ৩৬৫ দিন অতিক্রমের পরে।

১০। এই সার্ভিসটি বিদেশ থেকে বিকাশ অ্যাপ ব্যবহারীদের একাউন্টে ব্যবহারযোগ্য নয়।

১১। আপনি স্বীকৃতি দিচ্ছেন যে, আপনার ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি যাচাই বিকাশ সরবরাহ করেনা এবং কোনো মোবাইল ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির যাচাইয়ের সুরক্ষা এবং ডিভাইসটির বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা বা ওয়ারেন্টি দেয়না।

১২। সার্ভিসটি বিকাশ-এর সার্ভিসের অংশ এবং সেই অনুযায়ী:

ক) এই শর্তাবলি বিকাশ অ্যাপের শর্তাবলি এবং আপনার ও বিকাশ-এর মধ্যে সম্পাদিত কোনো চুক্তির (যদি থাকে) সাথে একত্রে পড়া হবে ও সংযুক্ত থাকবে;

খ) কোনো দ্বন্দ্ব বা অসঙ্গতির ক্ষেত্রে, এই শর্তাবলি বিকাশ অ্যাপের শর্তাবলির উপর (যতদূর অসঙ্গতিপূর্ণ) প্রাধান্য পাবে।

সার্ভিসেস
হেল্প