ব্যাংক একাউন্টে বিকাশ টু ব্যাংক করুন মুহূর্তেই!
বিকাশ টু ব্যাংক সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন যেকোনো সময়। বিকাশ টু ব্যাংক সার্ভিস দিয়ে শুধুমাত্র সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এ.বি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক ও আইএফআইসি ব্যাংক লিমিটেডে টাকা পাঠাতে পারবেন। বিকাশ টু ব্যাংক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- বিকাশ অ্যাপে লগ ইন করুন
- বিকাশ টু ব্যাংক আইকন সিলেক্ট করুন
- আপনি যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন
- ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন
- আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণটি লিখুন
- লেনদেনের একটি রেফারেন্স দিন
- আপনার বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন
রেগুলার চার্জ ও লিমিট
ব্যাংকের নাম | চার্জ |
অগ্রণী ব্যাংক,সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, | ১.০০% |
এবি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, এনাআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক |
১.২৫% |
*পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
একজন বিকাশ গ্রাহক একটি বিকাশ একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা বিকাশ টু ব্যাংক করতে পারবেন।