ব্যাংক একাউন্টে বিকাশ টু ব্যাংক করুন মুহূর্তেই!

বিকাশ টু ব্যাংক সার্ভিসের মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন যেকোনো সময়।
যেসকল ব্যাংকে বিকাশ থেকে সরাসরি টাকা পাঠাতে পারবেনঃ

অগ্রণী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, আইএফআইসি ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি

বিকাশ টু ব্যাংক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • বিকাশ অ্যাপে লগ ইন করুন
  • বিকাশ টু ব্যাংক আইকন সিলেক্ট করুন
  • আপনি যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন
  • ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন
  • আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণটি লিখুন
  • লেনদেনের একটি রেফারেন্স দিন
  • আপনার বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন

রেগুলার চার্জ ও লিমিট

 
ব্যাংক চার্জ 
অগ্রণী ব্যাংক পিএলসি
১.০০%
সোনালী ব্যাংক পিএলসি
ব্র্যাক ব্যাংক


১.১৫%

সিটি ব্যাংক
এবি ব্যাংক পিএলসি

 

 

 

 

 

১.২৫%

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
কমিউনিটি ব্যাংক
ঢাকা ব্যাংক
ইস্টার্ণ ব্যাংক
আইএফআইসি ব্যাংক পিএলসি
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
এনআরবি কমাশিয়াল ব্যাংক
প্রিমিয়ার ব্যাংক
পূবালী ব্যাংক
সাউথিস্ট ব্যাংক পিএলসি

*পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত

একজন বিকাশ গ্রাহক একটি বিকাশ একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা বিকাশ টু ব্যাংক করতে পারবেন।

সাধারণ জিজ্ঞাসা:

প্রশ্ন১: কেন এই সার্ভিসের জন্য লিমিট পরিবর্তন করা হয়েছে?

উত্তর: সকল ধরনের অনাকাঙ্ক্ষিত প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে আপনার বিকাশ একাউন্ট সুরক্ষিত রাখতে এই লিমিট পরিবর্তন করা হয়েছে।

প্রশ্ন২: অন্য কোনো সেবায় কি লিমিট পরিবর্তন করা হয়েছে?

উত্তর: না।

প্রশ্ন৩: এই লিমিট কি সকল গ্রাহক একাউন্টের জন্য প্রযোজ্য?

উত্তর: এই লিমিট সকল গ্রাহক একাউন্টের জন্য প্রযোজ্য।

প্রশ্ন৪: বিকাশ টু ব্যাংক বর্তমান লিমিট কত?

উত্তর:

সার্ভিস

বর্তমান লেনদেনের সংখ্যার লিমিট

বর্তমান লেনদেনের পরিমাণ

বিকাশ (লিংকড এবং নন লিংকড) টু ব্যাংক + ভিসা ডেবিট কার্ড

প্রতিদিন: ৫০

প্রতি মাসে: ১০০

প্রতিদিন: ৫০,০০০

প্রতিমাসে: ৩,০০,০০০

প্রতি লেনদেনে (সর্বনিম্ন) = ৫০

প্রতি লেনদেনে (সর্বোচ্চ) = ৫০,০০০

 

প্রশ্ন৫: গ্রাহক ডিসবার্সমেন্ট রিসিভের বর্তমান লিমিট কত?

উত্তর:

সার্ভিস

বর্তমান লেনদেনের সংখ্যার লিমিট

বর্তমান লেনদেনের পরিমাণ

ডিসবার্সমেন্ট রিসিভ

প্রতিদিন: ২০

প্রতি মাসে: ৫০০

নেই

প্রশ্ন৬: আমি কতটা লিমিট ব্যবহার করেছি তা আমি কীভাবে চেক করতে পারি?

উত্তর: গ্রাহক বিকাশ অ্যাপে ডিসবার্সমেন্ট লিমিট চেক করতে পারবেন না।

> বিকাশ টু ব্যাংক লেনদেনের জন্য, বিকাশ অ্যাপের লিমিট সেকশনে সম্পূর্ণ লিমিট এবং ব্যবহৃত লিমিট উল্লেখ করা হয়েছে (বিকাশ টু ব্যাংক-এ)।

প্রশ্ন৭: যদি আমি ইতোমধ্যে দৈনিক/মাসিক লিমিট অতিক্রম করে থাকি তাহলে কী করতে হবে?

উত্তর: দৈনিক লিমিটের জন্য, লিমিট অতিক্রম করলে পরবর্তী দিনে আপনাকে পুনরায় চেষ্টা করতে হবে। মাসিক লিমিটের জন্য, অনুগ্রহ করে পরবর্তী মাসে পুনরায় চেষ্টা করুন যদি আপনি ইতোমধ্যে লেনদেনের সংখ্যা এবং পরিমাণের লিমিট অতিক্রম করে থাকেন।

সার্ভিসেস
হেল্প