"বিকাশ টু ব্যাংক" করুন ভিসা ডেবিট কার্ডে

ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে আর ব্যাংকে যাওয়া লাগবেনা। বিকাশ অ্যাপ থেকে ব্যাংকে টাকা জমা দিতে বিকাশ টু ব্যাংক* করুন ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে।

ভিসা ডেবিট কার্ডে "বিকাশ টু ব্যাংক" কেন করবেন?

  • বিকাশ টু ব্যাংকে টাকা জমা হবে অনায়াসে
  • টাকা পাঠান দিন-রাত ২৪ ঘণ্টা
  • চেক বা ক্যাশের ঝামেলা নেই
  • কোনো ফর্ম পূরণ করা লাগেনা

ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে "বিকাশ টু ব্যাংক" করবেন কীভাবে?

  • বিকাশ অ্যাপে যান
  • "বিকাশ টু ব্যাংক" সেকশন থেকে ‘কার্ড’ অপশন সিলেক্ট করুন
  • ১৬ ডিজিটের ভিসা ডেবিট কার্ড নাম্বার দিয়ে অ্যামাউন্ট টাইপ করুন
  • বিকাশ একাউন্টের গোপন পিন নাম্বার দিন

টাকা জমা হয়ে যাবে আপনার ব্যাংক একাউন্টে।

মনে রাখবেন, কখনোই কারো সাথে বিকাশ অ্যাপ-এর পিন ও ভেরিকিকেশন কোড, ভিসা ডেবিট কার্ড-এর পিন নাম্বার শেয়ার করবেননা। 

*গ্রাহককে লেনদেনের পরিমাণের উপর নিচের তালিকা অনুযায়ী চার্জ প্রযোজ্য -

লেনদেনের পরিমাণ

চার্জ

 ৫০-২৫,০০১ টাকা

১.২৫%

২৫,০০১ টাকা এর উপরে

১.৪৯%

 

সার্ভিসেস
হেল্প