গ্যাস বিল
গ্যাস বিল বিকাশ করুন
দেশের যেখানেই থাকুন, ঘরে বসেই আপনার গ্যাস বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আর বিকাশ অ্যাপ থেকে গ্যাস বিল দিলেই বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন।
বিকাশ অ্যাপ থেকে এবং *247# ডায়াল করে বিল প্রদানের ক্ষেত্রে যেকোনো ইনভয়েস অ্যামাউন্টের ১% অথবা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
নিচের গ্যাস বিলগুলো বিকাশ করতে পারবেনঃ
কর্ণফুলী গ্যাস
জালালাবাদ গ্যাস
পশ্চিমাঞ্চল গ্যাস
সুন্দরবন গ্যাস
তিতাস নন মিটার্ড গ্যাস বিল
*বর্তমানে তিতাস গ্যাসের প্রিপেইড কার্ডের বিল বিকাশ করা যায় না। দয়া করে মনে রাখবেন, আপনি বৈশিষ্ট্যটি ব্যবহার করে বিল পরিশোধ করতে সক্ষম হবেন এবং এমনকি তিতাসের কাছ থেকে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন, তবে অর্থটি আপনার মিটারে যোগ করা হবে না। যদি আপনি ভুলক্রমে প্রিপেইড কার্ডের বিল বিকাশ করে থাকেন, এবং তিতাস এর পক্ষ থেকেও কনফার্মেশন এসএমএস পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে তিতাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।