ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি ফি বিকাশ করুন

লাইনে না দাঁড়িয়ে, অনলাইনে ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি ফি বিকাশ করুন নিশ্চিন্তে!
যেকোনো সময়, অনলাইনে ভূমি ফি বিকাশ করুন অনায়াসে। বিকাশ গ্রাহকেরা এখন চাইলেই ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি ফি বিকাশ দিয়ে জমা দিতে পারবেন ভূমি মন্ত্রণালয়-এর ওয়েবসাইট কিংবা বিকাশ অ্যাপ থেকেই।
কীভাবে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে ফি বিকাশ করবেন?
> আপনার ডিভাইস থেকে ভূমি মন্ত্রণালয় ওয়েবসসাইটে ( https://land.gov.bd ) যান
> তালিকা থেকে ই-নামজারি ফি অথবা ভূমি উন্নয়ন কর সিলেক্ট করুন
> প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফি বিকাশ করুন অনায়াসে!
কীভাবে বিকাশ অ্যাপ দিয়ে ফি জমা দিবেন?
> বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে পে বিল-এ যান
> সরকারি ফি সিলেক্ট করে ই-নামজারি ফি অথবা ভূমি উন্নয়ন কর সিলেক্ট করুন
> প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফি বিকাশ করুন!
সাধারণ জিজ্ঞাসা
১। গ্রাহকেরা ভূমি কর সার্ভিসটি কোথায় পাবেন?
- গ্রাহকেরা পে বিল-এ গিয়ে সরকারি ফি সেকশনে ভূমি কর সার্ভিসটি পাবেন।
২। এই সার্ভিসটি কি বিকাশ অ্যাপ এবং *247# উভয় মাধ্যমেই পাওয়া যাবে?
- আপনি বিকাশ অ্যাপ কিংবা ভূমি মন্ত্রলায়য়ের ওয়েবসাইট ( https://land.gov.bd )-এর পেমেন্ট গেটওয়ে দিয়ে ভূমি ফি বিকাশ করতে পারবেন
৩। বিকাশ-এর মাধ্যমে ভূমি কর দিতে গ্রাহকের কোনটি জানা প্রয়োজন?
- বিকাশ-এর মাধ্যমে ভূমি কর দিতে গ্রাহকের পেমেন্ট টোকেন নাম্বার প্রয়োজন।
৪। গ্রাহকেরা কীভাবে পেমেন্ট টোকেন পাবেন?
- পেমেন্ট টোকেন পাওয়ার দুইটি মাধ্যম রয়েছে-
- https://ldtax.gov.bd/ ওয়েবসাইটে গিয়ে সফলভাবে রেজিস্ট্রেশন করার পরে নির্দিষ্ট ভূমি অফিস গ্রাহকের হোল্ডিং ডিটেইলস তৈরি করবে। সেখান থেকে হোল্ডিংয়ের বিস্তারিত দেখে গ্রাহক পেমেন্ট টোকেন নাম্বার পেয়ে যাবেন।
- এছাড়া, গ্রাহক ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নাম্বারে যোগাযোগ করে হোল্ডিংয়ের বিস্তারিত তথ্য দিয়ে কল সেন্টার এক্সিকিউটভের মাধ্যমে পেমেন্ট টোকেন নাম্বার পেয়ে যাবেন।
৫। গ্রাহকেরা কীভাবে জানবেন তাদের লেনদেন সফল হয়েছে কী না?
- গ্রাহকেরা লেনদেন সফল হওয়া সাপেক্ষে কনফার্মেশন এসএমএস, অ্যাপ নোটিফিকেশন এবং কর জমা দেওয়ার প্রমাণস্বরূপ ডিজিটাল পেমেন্ট রিসিট পেয়ে যাবেন।
৬। বিকাশ-এর মাধ্যমে কর জমা দেওয়ার পর গ্রাহকের পরবর্তী পদক্ষেপ কী হবে?
- সফলভাবে কর জমা দেওয়ার পর গ্রাহক ৭২ ঘণ্টার মধ্যে ওয়েবসাইটের দাখিলা সেকশনে তাদের লেনদেনের দাখিলা পাবেন এবং সফল লেনদেন সম্পর্কে অবগত হবেন।
৭। গ্রাহক যদি ৭২ ঘণ্টার মধ্যে দাখিলা না পান, সেক্ষেত্রে করণীয় কী?
- ৭২ ঘণ্টার মধ্যে দাখিলা না পেলে গ্রাহককে তার এলাকার নির্দিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করতে হবে বা ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নাম্বারে যোগাযোগ করতে হবে।
৮। এই সার্ভিসটির জন্য কত চার্জ প্রযোজ্য?
- সার্ভিসটির জন্য গ্রাহককে ১% বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ প্রদান করতে হবে।