বিকাশ পেমেন্ট হবে ভিসা কার্ড দিয়ে সরাসরি

এখন বিকাশ দিয়ে পেমেন্ট করতে কার্ড থেকে বার বার, টাকা আনতে হবেনা আর। দেশজুড়ে, ৫ লাখেরও বেশি মার্চেন্ট শপে ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট হবে একদম ইনস্ট্যান্ট, কোনো ঝামেলা ছাড়াই!

ভিসা কার্ড দিয়ে সরাসরি বিকাশ পেমেন্ট করতে-

  • বিকাশ অ্যাপের পেমেন্ট অপশন সিলেক্ট করুন
  • মার্চেন্ট নাম্বার দিন অথবা কিউআর স্ক্যান করুন
  • টাকার পরিমাণ দিন
  • ভিসা কার্ড সিলেক্ট করুন
  • যদি পূর্বে কার্ড যোগ করা থাকে তবে,
  • আপনার ডিফল্ট কার্ড থেকে পেমেন্ট করুন
  • অথবা সব দেখুন-এ ট্যাপ করে আপনার কার্ডগুলো থেকে যেকোনো একটি কার্ড বেছে নিন
  • কার্ড যোগ করা না থাকলে, কার্ডের তথ্য দিয়ে এগিয়ে যান
  • ব্যাংক থেকে এসএমএস অথবা ই-মেইলে আসা ওটিপি দিন
  • হয়ে যাবে আপনার পেমেন্ট

 

সচরাচর জিজ্ঞাসা:

এই সেবাটি কী?

বিকাশ গ্রাহকরা এখন থেকে ভিসা ডেবিট/ক্রেডিট কার্ড থেকে তাদের বিকাশ একাউন্টে টাকা এনে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন।

 

এই সেবাটি কারা পেতে পারেন?

সক্রিয় বিকাশ একাউন্ট থাকা সকল বিকাশ গ্রাহকরা এই সেবাটি পেতে পারেন।

 

কোন ব্যাংকের কার্ড থেকে এই সেবাটি নিতে পারবেন?

বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি সুরক্ষিত ভিসা কার্ড এই সেবাটি গ্রহণ করা যেতে পারে।

 

ডিফল্ট কার্ড কী?

যদি গ্রাহকের বিকাশ একাউন্টে একাধিক কার্ড সেভ করে রাখে, তবে গ্রাহক একটি কার্ডকে ডিফল্ট হিসেবে বেছে নিতে পারেন যা লেনদেনের জন্য আরো সহজে ব্যবহার করতে পারবেন। বিকাশ-এ অ্যাড মানি করার সময় এই কার্ডটি সবসময় সামনে দেখা যাবে। গ্রাহক বিকাশ প্রোফাইল পেইজ বা ম্যানেজ সেকশন থেকে ডিফল্ট কার্ড পরিবর্তন করতে পারবেন।

 

গ্রাহক কি সেভ করা কার্ড রেফারেন্সের নাম পরিবর্তন করতে পারবেন?

গ্রাহক বিকাশ প্রোফাইল থেকে একটি কার্ডের রেফারেন্সের নাম পরিবর্তন করতে পারবেন এবং পরবর্তীতে সেভ করা কার্ড অপশনে ট্যাপ করতে পারেন। গ্রাহককে কোন কার্ডের রেফারেন্স পরিবর্তন করবে এবং কোন পছন্দের রেফারেন্স নাম দিবেন তা বেছে নিতে হবে।

 

লিমিট কী?

লেনদেনের প্রকার

সর্বোচ্চ সংখ্যক লেনদেন

প্রতি লেনদেনে

সর্বোচ্চ পরিমাণ

দিনে

মাসে

সর্বনিম্ন (টাকা)

সর্বোচ্চ (টাকা)

দিনে (টাকা)

মাসে (টাকা)

পেমেন্ট

প্রযোজ্য নয়

প্রযোজ্য নয়

      ১

৩০,০০০

১০০,০০০

৩০০,০০০

 

কীভাবে একটি কার্ড সেভ করবেন?

ভিসা কার্ড থেকে সফল অ্যাড মানি করার পর গ্রাহক একটি কার্ড সেভ করতে পারবেন। লেনদেন সফল স্ক্রিন থেকে, গ্রাহক "পরবর্তী" ট্যাপ করে যেখানে গ্রাহক কার্ড সেভ করার জন্য তার সম্মতি প্রদান করবেন এবং কার্ডের জন্য একটি রেফারেন্স নাম প্রদান করবেন। তারপর গ্রাহক "হোম-এ ফিরে যান" বাটনে ট্যাপ করবেন। এভাবেই কার্ড সেভ হয়ে যাবে এবং গ্রাহক বিকাশ প্রোফাইল থেকে সেভ করা কার্ডটি দেখতে পারবেন।

 

গ্রাহক কার্ড সেভ করতে না চাইলে কী করবেন?

একটি সফল লেনদেনের পরে গ্রাহককে "ভবিষ্যত লেনদেনের জন্য কার্ডের তথ্য সেভ করুন" বাটনটি আনচেক করতে হবে এবং "হোম-এ ফিরে যান" বাটনটি ট্যাপ করতে হবে।

 

কীভাবে একটি সেভ করা কার্ড বাদ দিবেন?

গ্রাহককে বিকাশ প্রোফাইলে যেতে হবে এবং "সেভ করা কার্ড" বাটনে ট্যাপ করতে হবে। তারপর সেভ করা কার্ডের তালিকা দেখতে পারবেন। গ্রাহককে 'ম্যানেজ' বাটনে ট্যাপ করে 'বাদ' বাটনে ট্যাপ করুন। কনফার্মেশনের জন্য গ্রাহককে আবার নিশ্চিত করা হবে। এবার গ্রাহককে তার বিকাশ একাউন্ট থেকে কার্ডটি বাদ দিতে ‘হ্যাঁ, বাদ দিন’ বাটনে ট্যাপ করতে হবে।

 

কীভাবে ডিফল্ট কার্ড পরিবর্তন করতে পারবেন?

গ্রাহককে বিকাশ প্রোফাইলে যেতে হবে এবং "সেভ করা কার্ড" বাটনে ট্যাপ করতে হবে। তারপর সেভ করা কার্ডের তালিকা দেখতে পারবেন। বিকাশ-এ একাধিক কার্ড সেভ করা থাকলে গ্রাহককে "ডিফল্ট" ট্যাপ করে কার্ডটি ডিফল্ট করতে পারবেন। বিকাশ অ্যাপে শুধু একটি কার্ড অ্যাড করা থাকলে, এই কার্ডটি সবসময় বিকাশ-এ ডিফল্ট কার্ড হিসেবে দেখাবে।

সার্ভিসেস
হেল্প