গ্রুপ সেন্ড মানি

টাকা পাঠাতে একসাথে, গ্রুপ সেন্ড মানি বিকাশ অ্যাপে
এখন সবাইকে একসাথে টাকা পাঠাতে আর নেই কোনো টেনশন! বিকাশ অ্যাপে এসে গেলো গ্রুপ সেন্ড মানি! গ্রুপ সেন্ড মানি’র মাধ্যমে আপনি একসাথে একটি গ্রুপের গ্রাহককে তাদের বিকাশ একাউন্টে ভিন্ন ভিন্ন বা একই পরিমাণ টাকা পাঠাতে পারবেন, একসাথে, অনায়াসে।
কীভাবে গ্রুপ সেন্ড মানি করবেন?
- গ্রুপ তৈরি করতে বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনের ভেতরে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করুন
- সর্বোচ্চ ৭টি কন্ট্যাক্টস সিলেক্ট করে গ্রুপের নাম দিন
- মোট সেন্ড মানির পরিমাণ দিন, যেখানে আপনি চাইলে প্রতি নাম্বারে সমানভাগে অথবা একেক নাম্বারে একেক পরিমাণ টাকা পাঠাতে পারবেন
- গ্রুপের বিস্তারিত দেখে ট্যাপ করে ধরে রাখলেই হয়ে যাবে গ্রুপ সেন্ড মানি
- এছাড়া সেন্ড মানি বাটনে ট্যাপ করে সেভ করা গ্রুপগুলোতে গ্রুপ সেন্ড মানি লেনদেন করতে পারেন সহজে
গ্রুপ সেন্ড মানি’র নিয়মাবলি
- একটি গ্রুপে সর্বোচ্চ ৭ জন সদস্য থাকতে পারবে
- একটি গ্রুপের জন্য ন্যূনতম ২ জন সদস্যের প্রয়োজন
- গ্রুপে নিজের নাম্বার ব্যবহার করা যাবেনা
- গ্রুপ সদস্যদের মাঝে আপনি চাইলে একই অ্যামাউন্ট অথবা ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট সেন্ড করতে পারবেন
- একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করতে পারবেন
- গ্রুপ সেন্ড মানি লেনদেনের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়
- গ্রুপ সেন্ড মানি লেনদেনের জন্য সেন্ড মানি’র নিয়মিত চার্জ প্রযোজ্য (প্রিয় নাম্বার এবং অন্য নাম্বার উভয়)
- গ্রুপ সেন্ড মানি লেনদেনের জন্য সেন্ড মানি’র দৈনিক ও মাসিক লিমিট প্রযোজ্য
- গ্রুপ সেন্ড মানি শুধুমাত্র বিকাশ অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য