
বিকাশ-এর কর্মক্ষেত্র কেমন?
পোস্ট করেছেন bKash
২৯ নভেম্বর ২০২২ | ৭ মিনিটের পাঠ্য
যেকোনো সংগঠনের কর্ম পরিবেশ এবং কাজের ধারা, সেই সংঠনের চাকরিজীবিদের পারফর্মেন্স এবং উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ কারণেই অনেকের কাছ থেকে নির্দিষ্ট কর্মক্ষেত্রে যোগ দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন ও জিজ্ঞাসা শুনতে পাওয়া যায়। একটি প্রতিষ্ঠানের সফল হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি হল সেই প্রতিষ্ঠানের কর্মীদের সঠিক মূল্যায়ন এবং পরিচর্যা, যা সেই প্রতিষ্ঠানে সুস্থ কর্মক্ষেত্র নিশ্চিত করে। আর বিকাশ হলো তার উৎকৃষ্ট উদাহরণ।
বিকাশ একদিনেই, কর্মক্ষেত্রে ১ নং পছন্দে পৌঁছায়নি, তাও টানা দ্বিতীয়বারের মত। বহুদিনের নিবেদিত প্রয়াস, রিসার্চ এবং কর্মীদের সুখী রাখার প্রয়োজনে দরকারের চেয়ে একধাপ বেশি করাই, এই সাফল্যের রহস্য। সেলারি প্যাকেজ থেকে কর্মীদের অনান্য সুবিধা দেওয়া, প্রতিটি ক্ষেত্রেই বিকাশ উদাহরণ সৃষ্টি করেছে। বহুল মাত্রায় সন্তুষ্ট থাকায়, কর্মীদের সাথে আমাদের প্রতিষ্ঠানের সম্পর্ক টিকে থাকে বহুদিন।
নিয়োগদানকারী প্রতিষ্ঠান হিসেবে, বিকাশ সবসময় সেরাদেরই নিতে চায়। কর্মী ধরে রাখার পাশাপাশি, বিকাশ নিয়মিত তাদের প্রয়োজন মেটাতে তাদের প্রয়োজন সরবরাহ করে থাকে। একজন নিয়োগকর্তার জন্য, এই গুণ খুবই দরকারি এবং অন্যতম। এ জন্যই ইন্ডাস্ট্রিতে বিকাশ নিজেকে চাহিদাসম্পন্ন নিয়োগদানকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
একটি বন্ধুসুলভ কর্মক্ষেত্র তার সর্বোচ্চটুকু দেয় একটি সুস্থ কর্মক্ষেত্র তৈরিতে। সর্বনিম্ন পর্যায়ের সংঘাত, উন্নতির বৃহৎ সুযোগ, সুস্থ সম্পর্ক এবং সহায়ক নেতৃত্ব আছে এমন প্রতিষ্ঠানে সন্তুষ্ট কর্মী, কম ছাড়াছাড়ি এবং উল্ল্যেখযোগ্য উন্নতি সহজেই অর্জন করা যায়। একজন কর্মী যেন এমন এক প্রতিষ্ঠানে কাজ করতে পারে যেখানে তার স্বপ্ন বাস্তবে পরিণত হয় এবং তার পছন্দমত ক্যারিয়ার তৈরিতে সহয়তা হয়।
উদ্ভাবনের আঁতুড়ঘর বিকাশ, প্রযুক্তিমনা কর্মী তৈরির নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠত হয়েছে। প্রযুক্তিমনা একজন ব্যক্তির জন্য বিকাশ চেয়ে ক্রমাগত প্রযুক্তিগত উতকর্ষের প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুষ্কর। বিকাশ-এর প্রত্যেকটি ডিভিশন ও টিম, বিশেষত প্রোডাক্ট ও টেকনোলজি অনবরত কাজ করে যাচ্ছে, প্রতিদিন নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসতে। এরকম চ্যালেঞ্জিং পরিবেশে নিজের কর্মদক্ষতা প্রমান করা ও বৃদ্ধি করার সুযোগ আসলেই বিরল।
আমাদের কর্মক্ষেত্রেই আমরা আমাদের প্রতিদিনের বেশিরভাগ সময় কাটাই। যদি আমাদের কর্মক্ষেত্রকে দ্বিতীয় বাড়ি মনে না হয় এবং সহকর্মীদের নিজের পরিবারের সমার্থক না মনে হয়। তাহলে এই শুন্যতা আমাদের যেকোনো সুখ অর্থহীন করে দিতে পারে। বিকাশ-এ আমাদের ডেস্ক শুধু একটি ডেস্ক না, আমাদের দলপতি এবং সহকর্মী সবাইকে সম্মান দেয়, একজন আরেকজনকে বিকশিত হতে সাহায্য করে, একসাথে সমস্যার সমাধান করে এবং কোম্পানির কালচার সাহায্য করে প্রত্যেককে তাদের ভবিষ্যতের জন্য তৈরি হতে।